Skip to main content

Verb Kake Bole | Verb ( ক্রিয়া) Meaning in Bengali

Verb List with Bangla meaning verb list verb forms verb examples verb classification verb koto prokar verb meaning in Bengali Verb Kake Bole Verb ( ক্রিয়া)  

Verb Kake Bole

যে শব্দ দ্বারা কোন প্রকার কাজ করা/হওয়া বুঝায় তাকেই Verb বলে। যেমন, go, eat, sleep, buy, sell, walk, run, see, play, write, give etc.


1. Finite Verb (সমাপিকা ক্রিয়া) :

যে সব Verb দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তাকে Finite Verb বলে।


Example :

I go to school.

Kamal plays football.


Finite Verb এর বৈশিষ্ট্য :

- Sentence এর অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়।

- বক্তার বক্তব্য পূর্ণাঙ্গররূপে ব্যক্ত করে।

- Subject এর Person, Number, Tense অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়।


Finite এর প্রকারভেদ :

Finite Verb দুই প্রকার। যথা :

a. Principal Verb (প্রধান ক্রিয়া) :

যে Verb নিজেই স্বাধীনভাবে অন্য Verb এর সাহায্য ছাড়াই ক্রিয়া সম্পাদন করে তাকে Principal Verb বলে।


Example :

You go

They play in the field.

Principal Verb এর প্রকারভেদ :


Principal Verb দুই প্রকার। যথা :


I. Transitive Verb (সকর্মক ক্রিয়া) :


যে সমস্ত Verb এর Object বা কর্ম থাকে তাদেরকে Transitive Verb বলে।

Example :

The baby is drinking milk.

I have bought a book.


Transitive Verb এর বৈশিষ্ট্য :

- Subject এর পরে বসে

- প্রতিটি Verb এর পরে এক বা একাধিক Object থাকে।

- Tense ও Subject এর Person, Number অনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে।


II. Intransitive Verb (অকর্মক ক্রিয়া) :

যে Verb এর Object বা কর্ম থাকে না তাদেরকে Intransitive Verb বলে।


Example :

The girl went to school.

Birds fly in the sky.

Intransitive Verb এর বৈশিষ্ট্য :

- এরা প্রায়ই Sentence এর শেষে বসে।

- এদের পরে কোনো Object থাকে না।

- Tense ভেদে Subject এর Person ও Number অনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে।


b. Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া) :

Sentence এ ব্যবহৃত যে সব Verbs Principal Verbs এর ভাব ও অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য Principal Verbs কে সহায়তা করে, সে সকল Verb কে Auxiliary Verb বলে।

Auxiliary Verb এর বৈশিষ্ট্য :

- Auxiliary Verbs Sentence এ ব্যবহৃত হয়ে নিজে কোন অর্থ প্রকাশ করে না।

- Auxiliary Verbs Sentence এর ভাব ও অর্থ প্রকাশ করতে Principal Verb কে সহয়তা করে।

- Auxiliary Verbs Tense, Voice ও Mood এর রূপ গঠনের জন্য Principal Verb কে সহয়তা করে।


Auxiliary Verb এর তালিকা :

am, is, are, was, were, be, being, been, have, has, had, shall, should, will, would, may, might, can, could, do, does, did, used (to), ought (to), dare (to)


Auxiliary Verb এর প্রকারভেদ :

Auxiliary Verb সমূহকে দুই ভাগে ভাগ করা যায়। যথা :

I. Primary Auxiliaries/Tense Auxiliaries :

যে Verb গুলোকে বাক্যে Helping বা Auxiliary এবং কখনো কখনো Ordinary Verb হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে Primary Auxiliaries/Tense Auxiliaries বলে।

Primary Auxiliaries/Tense Auxiliaries গুলো নিম্নরূপ :

Verb to be : am, is, are, was, were

Verb to have : have, has, had

Verb to do : do, does, did

II. Modal Auxiliaries :

ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে Mood বা ধরণ বুঝানোর জন্য যে Auxiliaries ব্যবহৃত হয় সেগুলোকে Modal Auxiliaries বলে।

Modal Auxiliaries গুলো নিম্নরূপ :

shall, should, will, would, may, might, can, could, used (to), ought (to), dare (to)


2. Non-finite Verb (অসমাপিকা ক্রিয়া) :

যে Verb দ্বারা কোন বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না এবং Subject এর Number ও Person দ্বারা যে Verb এর কোন রূপের পরিবর্তন হয় না তাকে Non-finite Verb বলে।

Non-finite Verb এর প্রকারভেদ :

Non-finite Verb তিন ভাগে বিভক্ত। যথা :


a. Gerund :

Gerund হল verb+ing যার মধ্যে Noun ও Verb এর শক্তি কাজ করে। একে Double Parts of Speech ও বলা হয়।

Example :

Swimming is a good exercise.

Sleeping is necessary to life.

She is fond of reading poems.


b. Participle :

Verb যে রূপ একসঙ্গে Verb ও Adjective এর কার্য সম্পন্ন করে তাকে Participle বলে।


Participle এর প্রকারভেদ :

Participle তিন প্রকার। যথা :


I. Present Participle :

Verb এর ing form যখন Verb ও Adjective এর কাজ করে তখন তাকে Present Participle বলে।

Example :

The book is interesting.


II. Past Participle :

যে Participle দ্বারা অতীতে কোন কাজ সম্পন্ন হয়েছে বোঝায় তাকে Past Participle বলে।

Example :

I got a decorated room.

She had gone there.


III. Perfect Participle :

যদি Verb এর Past Participle এর পূর্বে having যুক্ত হয়ে Adjective ও Verb এর কার্য সম্পাদন করে কখন তাকে Perfect Participle বলে।

Example :

The sun having risen, the fog disappeared.


c. Infinitive :

Verb এর Present form এর অাগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।

Example :

To tell a lie is a great sin.

I come to see.


Comments

Popular posts from this blog

English Sekhar Sohoj Upay | ইংরেজি শেখার সহজ উপায় ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট

English a Kotha Bolar Abong Sekhar Sohoj Upay  ইংরেজি শেখার সহজ উপায় English Sekhar Sohoj Upay ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট ইংরেজি শেখার ওয়েব সাইট ইংরেজি শেখার সহজ উপায় | English Learning Web Site Easy way to learn English  আমরা কয়েকটা পাঠের মাধ্যমে সম্পন্ন ইংলিশ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এটা হবে আমাদের প্রথম পাঠ এবং অন্যান্য পাট গুলোর জন্য এখানে লিংক  দেওয়া হবে যাতে করে আপনারা খুব সহজেই সবগুলো পেজে যেতে পারেন এবং খুব সহজেই ইংলিশে শিখে নিতে পারেন। We will try to teach completed English through a few lessons Insha Allah And that will be our first lesson And for other jute links will be given here So that you can easily go to all the pages and learn English very easily . English Sekhar Sohoj Upay   Part1   Part2    Part3   Part4   Part5   Part6    Part7    Part8    Part9    Part10 Easy Way To Learn English From Beginner To Adv...

Wh Question Rules in Bangla | Wh Question English to Bangla

Wh Question Rules in Bangla বিস্তারিতভাবে জানুন Wh Question  কি Wh Question কাকে বলে Wh Question  কয়টি ও কি কি Wh Question করার নিয়ম Wh Question করার সহজ উপায় Wh Question Rules and Example in Bangla Wh-Question কাকে বলে? উত্তরঃ ইংরেজী ভাষায় যে Question এর শুরুতে Wh-words (what, who, which, where, when, why, whose, whom, how) থাকে এবং যে Question এর  Answer কখনোই  ‘হ্যাঁ’ অথবা ‘না’  হয় না, তাকে Wh-Question বলে। Examples: 1.   What is your name? 2.   How are you? ইত্যাদি।  লক্ষ্য করুন: Wh- Questions তৈরি করার সময় Auxiliary Verbs: am, is, are, was, were, have, has, had, will, would, can, could, shall, should, may, might ইত্যাদি লাগবে। আর Auxiliary Verbs না থাকলে প্রদত্ত Statement/ Affirmative Sentence এর Tense ও Subject এর Number এবং Person অনুযায়ী do, did, does লাগে।   Tense না জানলে  তোমার দ্বারা ইংরেজীতে কোনো কিছু শুদ্ধভাবে পড়া / বলা / লিখা কখনোই সম্ভব নয়। লক্ষ্য করোঃ সব ক্ষেত্রে নিচে দাগ দেওয়া (Underlined) শব্দটি ...

Ami English a Kotha Bolte Chai | আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই

English a kotha bolar sohoj upay ami English a kotha bolte chai ami English sikhte chai আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই স্মুথলি  ইংরেজিতে কথা বলার জন্য প্রথমে কি করা দরকার ? যতটুকু সম্ভব ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কখনোই স্মুথলি ইংরেজিতে কথা বলা যাবে না এবং আপনার চিন্তা ভাবনা টা ইংলিশে করা উচিত যেমন আজকে কি করেছি কি করব কোথায় যাব এ ধরনের চিন্তা ভাবনা গুলো মানুষের মনে আসে আমরা হয়তো মনে মনে চিন্তা ভাবনা করে থাকে তবে চিন্তাভাবনাগুলোকে যদি আমরা বাংলাতে না করে ইংরেজিতে করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে ইংলিশে কথা বলার জন্য এইখানে যে ইংরেজি গুলো আপনারা শিখবেন অবশ্যই তার বাস্তবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন প্রথম ইংলিশে দেয়া হলো তার পর ইংলিশের বংলায় উচ্চারণ দেয়া হলো এবং তারপর তার মানে কি সেটা বাংলায় দেয়া হলো খুব সহজে ইংলিশ শেখার পদ্দতি  Part1    Part2   Part 3   Part4    Part5    Part6   Part7    Part8   Part9 ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় শব্দ English To Bangla Re...