Skip to main content

Conjunction Kake Bole | Conjunction Meaning in Bengali

Conjunction ( সংযোজন অব্যয় ) meaning in Bengali conjunction definition examples

Conjunction Kake Bole

যে Word দুটি  শব্দ, বাক্য বা বাক্যংশকে যুক্ত করে তাকে Conjunction বলে  । যেমন :


Mr Jamal is poor but honest.

Rasel and Radi are two brothers.

 Asma and Alima are two sisters.

I shall wait here until you come back.

Do or die.

Rana or Rony is guilty.

Note :এখানে but. and, until এবং or হল Conjunction. এগুলো দুটি বাক্য এবং বাক্যাংশকে যুক্ত করেছে ।

Conjunction এর প্রকারভেদ : Conjunction তিন প্রকার ।


1. Coordinating Conjunction.

2. Subordinating Conjunction.

3. Correlative Conjunction.


Coordinating conjunction:

------------------------------

যে conjunction একইরকম ব্যাকরণগত কাঠামো সম্পন্ন words, phrases or clauses যুক্ত করে তাকে coordinating conjunction বলে । একে coordinator ও বলা হয় ।

and, or, but, nor, for, yet, so, etc.


Examples:

I will buy a pen and a book. (Joining two words)

You can find him in the library or in the classroom. (Joining two phrases)

She is poor, yet she is happy. (Joining two clauses)


Subordinating Conjunction:

---------------------------

যে conjunction একটি subordinate/dependent clause কে একটি main/independent clause এর সাথে যুক্ত করে তাকে subordinating conjunction বলে । since, once, till, when, where, although, after, no matter how, while, provided that, etc.


Examples:

We went to the garden where we saw different kinds of roses.

Although she was ill, she came to the class.

You will get a chance to play on the team provided that you practice hard.


Correlative Conjunction:

------------------------

জোড়া শব্দ যেগুলো বিপরীতার্থক বা পরিপূরক সম্পর্কযুক্ত words, phrases বা clauses কে যুক্ত করে তাদেরকে correlative conjunction বলে। Whether…or, not only…but also, either…or, neither…nor, both…and, are some common correlative conjunctions.


Examples:

I will travel either by bus or by air.

Neither you nor I will go there.

Both red and green are my favorite colors. 

Comments

Popular posts from this blog

English Sekhar Sohoj Upay | ইংরেজি শেখার সহজ উপায় ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট

English a Kotha Bolar Abong Sekhar Sohoj Upay  ইংরেজি শেখার সহজ উপায় English Sekhar Sohoj Upay ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট ইংরেজি শেখার ওয়েব সাইট ইংরেজি শেখার সহজ উপায় | English Learning Web Site Easy way to learn English  আমরা কয়েকটা পাঠের মাধ্যমে সম্পন্ন ইংলিশ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এটা হবে আমাদের প্রথম পাঠ এবং অন্যান্য পাট গুলোর জন্য এখানে লিংক  দেওয়া হবে যাতে করে আপনারা খুব সহজেই সবগুলো পেজে যেতে পারেন এবং খুব সহজেই ইংলিশে শিখে নিতে পারেন। We will try to teach completed English through a few lessons Insha Allah And that will be our first lesson And for other jute links will be given here So that you can easily go to all the pages and learn English very easily . English Sekhar Sohoj Upay   Part1   Part2    Part3   Part4   Part5   Part6    Part7    Part8    Part9    Part10 Easy Way To Learn English From Beginner To Adv...

Wh Question Rules in Bangla | Wh Question English to Bangla

Wh Question Rules in Bangla বিস্তারিতভাবে জানুন Wh Question  কি Wh Question কাকে বলে Wh Question  কয়টি ও কি কি Wh Question করার নিয়ম Wh Question করার সহজ উপায় Wh Question Rules and Example in Bangla Wh-Question কাকে বলে? উত্তরঃ ইংরেজী ভাষায় যে Question এর শুরুতে Wh-words (what, who, which, where, when, why, whose, whom, how) থাকে এবং যে Question এর  Answer কখনোই  ‘হ্যাঁ’ অথবা ‘না’  হয় না, তাকে Wh-Question বলে। Examples: 1.   What is your name? 2.   How are you? ইত্যাদি।  লক্ষ্য করুন: Wh- Questions তৈরি করার সময় Auxiliary Verbs: am, is, are, was, were, have, has, had, will, would, can, could, shall, should, may, might ইত্যাদি লাগবে। আর Auxiliary Verbs না থাকলে প্রদত্ত Statement/ Affirmative Sentence এর Tense ও Subject এর Number এবং Person অনুযায়ী do, did, does লাগে।   Tense না জানলে  তোমার দ্বারা ইংরেজীতে কোনো কিছু শুদ্ধভাবে পড়া / বলা / লিখা কখনোই সম্ভব নয়। লক্ষ্য করোঃ সব ক্ষেত্রে নিচে দাগ দেওয়া (Underlined) শব্দটি ...

Ami English a Kotha Bolte Chai | আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই

English a kotha bolar sohoj upay ami English a kotha bolte chai ami English sikhte chai আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই স্মুথলি  ইংরেজিতে কথা বলার জন্য প্রথমে কি করা দরকার ? যতটুকু সম্ভব ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কখনোই স্মুথলি ইংরেজিতে কথা বলা যাবে না এবং আপনার চিন্তা ভাবনা টা ইংলিশে করা উচিত যেমন আজকে কি করেছি কি করব কোথায় যাব এ ধরনের চিন্তা ভাবনা গুলো মানুষের মনে আসে আমরা হয়তো মনে মনে চিন্তা ভাবনা করে থাকে তবে চিন্তাভাবনাগুলোকে যদি আমরা বাংলাতে না করে ইংরেজিতে করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে ইংলিশে কথা বলার জন্য এইখানে যে ইংরেজি গুলো আপনারা শিখবেন অবশ্যই তার বাস্তবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন প্রথম ইংলিশে দেয়া হলো তার পর ইংলিশের বংলায় উচ্চারণ দেয়া হলো এবং তারপর তার মানে কি সেটা বাংলায় দেয়া হলো খুব সহজে ইংলিশ শেখার পদ্দতি  Part1    Part2   Part 3   Part4    Part5    Part6   Part7    Part8   Part9 ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় শব্দ English To Bangla Re...