Skip to main content

Adverb Meaning in Bengali | Adverb Kake Bole

Adverb Examples Adverb Kake Bole adverb Examples Sentences Adverb Meaning in Bengali Adverb Words

Adverb Kake Bole

Adverb একটি part of speech যা একটি verb, adjective অথবা অন্য একটি adverb কে বর্ণনা করে। এটি কখন? /কোথায়? / কিভাবে? / কি উপায়ে? / এবং কি পরিমাণে? এই প্রশ্নগুলোর উত্তর দেয়।


Example:

The girl speaks fluently in English.

এখানে “fluently” বর্ণনা করছে “the girl” কিভাবে English এ কথা বলছে । তাই এটি একটি  adverb.


The tea is very hot.

এখানে “very “ বর্ণনা করছে চা কতটা গরম । তাই এটি একটি  adverb.


The boy is running so fast.

এখানে “so” বর্ণনা করছে ছেলেটি কত দ্রুত দৌড়াচ্ছে এবং “fast” বর্ণনা করছে ছেলেটি কিভাবে দৌড়াচ্ছে । উভয়েই adverb, “so” modify করছে আরেকটি adverb “fast” কে এবং “fast” modify করছে একটি verb “run” কে ।


Function (ব্যবহার) এর উপর ভিত্তি করে adverb-কে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়।

-------------------------

Simple or Independent Adverbs.

Interrogative Adverbs.

Relative Adverbs.


1.Simple or Independent Adverb- আট ভাগে ভাগ করা যায়।

Adverbs of Place. (where)

Adverbs of Time. (when)

Adverbs of Manner. (how)

Adverbs of Frequency.

Adverbs of Quality or Degree.

Adverbs of Affirmation and Negation.

Adverbs of Cause and Effect.

Adverbs of Order.


a. Adverbs of place:

-------------------------

Where দ্বারা verb কে প্রশ্ন করলে Adverbs of Place পাওয়া যায়।


Example:

I went there. (where went? = there)

She lives here. (where lives? = here)

There is a pond near the house. (where is? = near)

Air is found everywhere. (where is found? = everywhere)


b. Adverbs of Time:

When দ্বারা verb কে প্রশ্ন করলের্ Adverbs of Time পাওয়া যায়।

Example:

She will come late. (when will come? = late)

I came back soon. ( when came? = soon)

Did you see me before? (when did see? = before)

We shall go tomorrow. (when shall go? = tomorrow)

We rise early in the morning. (when rise? = early)

We will go then. (when will go? = then)

What are you doing now? ( when doing? = now)

He always comes to our house. (when comes? always)

She gives us milk daily. (when gives? daily)

I will ever love you. (when love? = ever)

She will never come back. (when come? = never)

The child was born two months ago. (when was born? = ago)

I have already completed my work. (when completed? already)

If you are in danger, telephone me immediately. (when telephone? = immediately)


c. Adverbs of Manner:

-------------------------

Verb, adjective বা adverb কে how দ্বারা প্রশ্ন করলে Adverbs of Manner পাওয়া যায়।


Example:

The boy walks slowly. (how walks? = slowly)

We work hard. (how work? = hard)

You slept soundly. (how slept? = soundly)

The army fought bravely. (how fought? = bravely)

You thought wisely. (how thought? = wisely)

The pen writes well. (how writes? = well)

She reads loudly. (hoe reads? = loudly)

Get ready quickly. (how ready? = quickly)



d. Adverbs of Frequency:

-------------------------

যে সব adverb ক্রিয়া কত বার সম্পন্ন হয়েছে তা বুঝায় তাকের্ Adverbs of Frequency বলে।


Example:

I have met him once in my life.

We usually do this.

They do not generally come here.

She sometimes comes to my house.

He occasionally invites me.


e. Adverbs of Quality or Degree:

--------------------------------

যে adverb কতখানি, কি মাত্রায়, বা কি পরিমান এই সব বুঝায় তাকে Adverbs of Quality or Degree বলে।

Example:

He has lost almost all his money.

I drank enough milk this morning.

He is quite happy.

He is too weak to walk.

Rice grows abundantly in Bangladesh.


f. Adverbs of Affirmation and Negation:

-------------------------

এই ধরনের adverb গুলো হ্যাঁ বা না নির্দেশ করে।

Example:

No, he did not go there.

Yes, you are right.


g. Adverbs of Cause and Effect:

-------------------------

যে adverb গুলো verb এর কাজ সংঘটিত হওয়ার কারণ বা ফলাফল নির্দেশ তাদের কে Adverb of Cause and Effect বলে।

Example:

You did not the work, consequently you failed in the exam.

I, therefore, hope that you will do the work.

He taught me how to do the sum and I did it accordingly.


h. Adverbs of Order:

-------------------------

যে adverb গুলো verb কাজ সম্পন্ন হওয়ার ক্রম বা order নির্দেশ করে তাদের কে Adverbs of Order বলে।

Example:

First, we have to collect the money.

He came last but he finished first.

Secondly, we have to call a meeting.

Lastly, we must arrange a picnic.


2. Interrogative Adverbs:

-------------------------

এই adverb গুলো প্রশ্ন (Question) করার জন্য ব্যবহৃত হয়।

Example:

When did you go? (Time)

Where did you go? (Place)

How did you go? (Manner)

How are you? (অবস্হা বুঝাছে)

How much did he buy? (Quantity)

How often did he come? (Frequency)

Why did you go? (Cause)


3. Relative Adverbs:

Interrogative Adverb প্রশ্ন করার জন্য ব্যবহৃত না হয়ে যদি দুটি sentence কে যুক্ত করার কাজে ব্যবহৃত হয় তখন এদের কে Relative Adverbs বলে।


Example:

I know the place where he lives.

I know the time when he will come.

This is the reason why he did not come.

This is the way how you should do the work.

This is the place where we sat down.

I know the process how you can do the sum.


Comments

Popular posts from this blog

Wh Question Rules in Bangla | Wh Question English to Bangla

Wh Question Rules in Bangla বিস্তারিতভাবে জানুন Wh Question  কি Wh Question কাকে বলে Wh Question  কয়টি ও কি কি Wh Question করার নিয়ম Wh Question করার সহজ উপায় Wh Question Rules and Example in Bangla Wh-Question কাকে বলে? উত্তরঃ ইংরেজী ভাষায় যে Question এর শুরুতে Wh-words (what, who, which, where, when, why, whose, whom, how) থাকে এবং যে Question এর  Answer কখনোই  ‘হ্যাঁ’ অথবা ‘না’  হয় না, তাকে Wh-Question বলে। Examples: 1.   What is your name? 2.   How are you? ইত্যাদি।  লক্ষ্য করুন: Wh- Questions তৈরি করার সময় Auxiliary Verbs: am, is, are, was, were, have, has, had, will, would, can, could, shall, should, may, might ইত্যাদি লাগবে। আর Auxiliary Verbs না থাকলে প্রদত্ত Statement/ Affirmative Sentence এর Tense ও Subject এর Number এবং Person অনুযায়ী do, did, does লাগে।   Tense না জানলে  তোমার দ্বারা ইংরেজীতে কোনো কিছু শুদ্ধভাবে পড়া / বলা / লিখা কখনোই সম্ভব নয়। লক্ষ্য করোঃ সব ক্ষেত্রে নিচে দাগ দেওয়া (Underlined) শব্দটি বাদ দিয়ে / হাত দিয়ে চাপে ধরে পড়লেই তমি বুঝতে পারবে Wh-words: what, wh

English Sekhar Sohoj Upay | ইংরেজি শেখার সহজ উপায় ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট

English a Kotha Bolar Abong Sekhar Sohoj Upay  ইংরেজি শেখার সহজ উপায় English Sekhar Sohoj Upay ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট ইংরেজি শেখার ওয়েব সাইট ইংরেজি শেখার সহজ উপায় | English Learning Web Site Easy way to learn English  আমরা কয়েকটা পাঠের মাধ্যমে সম্পন্ন ইংলিশ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এটা হবে আমাদের প্রথম পাঠ এবং অন্যান্য পাট গুলোর জন্য এখানে লিংক  দেওয়া হবে যাতে করে আপনারা খুব সহজেই সবগুলো পেজে যেতে পারেন এবং খুব সহজেই ইংলিশে শিখে নিতে পারেন। We will try to teach completed English through a few lessons Insha Allah And that will be our first lesson And for other jute links will be given here So that you can easily go to all the pages and learn English very easily . English Sekhar Sohoj Upay   Part1   Part2    Part3   Part4   Part5   Part6    Part7    Part8    Part9    Part10 Easy Way To Learn English From Beginner To Advanced level Bangla Website For Learning English ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট প্রাথমিক থেকে উন্নত স্তরে ইংরেজি শেখার সহজ উপায়  English Sekhar Sohoj U

Ami English a Kotha Bolte Chai | আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই

English a kotha bolar sohoj upay ami English a kotha bolte chai ami English sikhte chai আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই স্মুথলি  ইংরেজিতে কথা বলার জন্য প্রথমে কি করা দরকার ? যতটুকু সম্ভব ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কখনোই স্মুথলি ইংরেজিতে কথা বলা যাবে না এবং আপনার চিন্তা ভাবনা টা ইংলিশে করা উচিত যেমন আজকে কি করেছি কি করব কোথায় যাব এ ধরনের চিন্তা ভাবনা গুলো মানুষের মনে আসে আমরা হয়তো মনে মনে চিন্তা ভাবনা করে থাকে তবে চিন্তাভাবনাগুলোকে যদি আমরা বাংলাতে না করে ইংরেজিতে করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে ইংলিশে কথা বলার জন্য এইখানে যে ইংরেজি গুলো আপনারা শিখবেন অবশ্যই তার বাস্তবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন প্রথম ইংলিশে দেয়া হলো তার পর ইংলিশের বংলায় উচ্চারণ দেয়া হলো এবং তারপর তার মানে কি সেটা বাংলায় দেয়া হলো খুব সহজে ইংলিশ শেখার পদ্দতি  Part1    Part2   Part 3   Part4    Part5    Part6   Part7    Part8   Part9 ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় শব্দ English To Bangla Rely → (রিলাই) = নির্ভর / ভরসা / বিশ্বাস করা Rely on me. → (রিলাই অন মি) = আমার উপর নির্ভর