Sentence ( বাক্য ) দুই বা ততোধিক শব্দসমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলেই কেবল তাকে sentence বা বাক্য বলা যাবে।
অন্যথায়, একাধিক শব্দ এক সাথে মিলিত হলেও যদি সম্পূর্ণ রূপে মনের ভাব বা কথা প্রকাশ না করে তাহলে তাকে বাক্য বলা যাবে না। একটি সম্পূর্ণ বাক্য গঠণের জন্য নির্বাচিত শব্দসমূহকে অবশ্যই একটি সঠিক ক্রম বজায় রেখে সাজাতে হবে।
SENTENCE কত প্রকার ও কি কি?
উ: অর্থভেদে sentence ৫ প্রকার ।
1. Assertive sentence (বিবৃতিমূলক)
2. Introgative sentence (প্রশ্নবোধক)
3. Imperative sentenceর্ (অনুঙ্গা বাচক)
4. Optative sentence (প্রার্থনামূলক)
5. Exclamatory sentence (বিস্ময়সূচক)
DEFINITION
01. Assertive sentence :
-------------------------
যে sentence দ্বারা কোন বিবৃতি প্রদান করা হয় ।
Assertive sentence ২ প্রকার :
i.Affirmative sentence: sub.+verb+extension
She is well today
ii. Negative sentence: sub.+verb+not+extension
She is not well today
02.Interrogative sentence :
-----------------------------
যে sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় ।
Question word+auxiliary verb+sub+principal verb+Ext.+?
Where did he live?
Where did he go yesterday?
03. Imperative sentence :
------------------------
যে sentence দ্বারা আদেশ,উপদেশ,অনুরোধ নিষেধ ইত্যাদি বোঝায় ।
Structure:
i.verb+extension.
Don’t go.
ii.নিষেধ বোঝালে:Don’t+sub+verb+ext.
Don’t open the door.
iii.অনুরোধ বোঝালে: please+verb+ext.
please help me
iv.let এর জন্য:let+1st person/3rd person এর obj.+verb+ext.
let me/him go out.
04. Optative sentence:
---------------------
যে sentence এ মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় ।
Structure:May+subject+verb+extention.
May you prosper day by day.
05. Exclamatory sentence:
-------------------------
যে sentence এ মনের আকস্মিক অনুভূতি প্রকাশ পায়।
Structure:what a/an বা how+adjective+sub.+verb+ext.
What a fine bird it is!
How beautiful you are!
Alas/Hurrah এর জন্য:
Structure: Alas/Hurrah+!+sub.+verb+extension.
Alas! I am undone!
If/had এর জন্য:
Structure: If/had+subject+verb+extension+!
If I were a king!
T A B L E .01- গঠন অনুসারে sentence:
-----------------------------------
গঠন অনুসারে sentence ৩ প্রকার :
১:simple sentence:
-------------------
যে sentence এ একটি মাত্র subject ও একটি মাত্র Finite Verb থাকে । যেমন : The boys play football .
বালকগুলো ফুটবল খেলে ।
২:complex sentence:
--------------------
যে sentence এ একটি principal clause এবং এক বা একাধিক subordinate clause থাকে I যেমন: i.Although he is rich,he is honest.
SUIBJECT বা কর্তা (যে কাজ করে)+ VERB বা ক্রিয়া( করা , হওয়া, বা থাকা ) + OBJECT কর্ম বা কর্মস্থানীয় শব্দ (ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় ) + PREPOSITION ETC.
subordinate clause, principal clause.
ii. I know that he would help me.
principal clause= I know
subordinate clause= that he would help me.
3:compound sentence:
--------------------
যদি কোন sentence এ একাধিক principal clause
And,but,or,yet,and so,therefore ইত্যাদি conjunction দ্বারা যুক্ত থাকে ।
যেমন: i. He is rich,but he is honest .
ii. Read or you will fail.
iii. I went there and found him reading.
Comments
Post a Comment
Dear User Please do not enter any spam link in the comment box. Thanks