Verb এর লিস্ট বাংলা উচ্চারণ সহ verb বাংলা অর্থ সহ Regular verb list with bangla meaning
Group Verb With Bangla Meaning কোনো কোনো Verb-এর পর নির্দিষ্ট কিছু Preposition বা Adverb বসালে উক্ত Verb-এর অর্থের পরিবর্তন ঘটে । Preposition বা Adverb সহ ঐসব Verb-কে Phrasal verbs বা Group verts বলে। যেমন— Bring অর্থ আনয়ন করা কিন্তু Bring up মানে লালন-পালন করা। এখানে Bring up হচ্ছে Phrasal verb বা Group verb.
Verb List বাংলা অর্থ সহ
A—
Act on =কোনো কিছু অনুসারে কাজ করা।
Act up to = আশানুরূপ কাজ করা।
Act upon = কোনো কিছুর উপর নির্ভর করে কাজ করা, ক্ষতি করা।
B—
Bear off = জয় করে নেয়া।
Bear on = সম্পর্ক, সম্বন্ধযুক্ত হওয়া।
Bear out = সমর্থন করা।
Bear with = সহ্য করা।
Blow away = উড়িয়ে নিয়ে যাওয়া।
Blow off = নির্গত করা।
Blow out = নিভিয়ে ফেলা।
Blow up = বিস্ফোরিত হওয়া, উড়িয়ে দেয়া।
Break away = ভেঙে বের হওয়া।
Break down = ভেঙে পড়া।
Break in = জোড়পূর্বক প্রবেশ করা, কথার মাঝে কথা বলা।
Break into = ভেঙে প্রবেশ করা।
Break out = বিস্তার লাভ করা, ছড়িয়ে দেয়া।
Break through = জোড় করে ঢোকা।
Break up = শেষ হওয়া।
Bring about = ঘটানো।
Bring forth = উৎপন্ন করা।
Bring in = প্রচলন করা, দেয়া।
Bring up = লালন-পালন করা।
C—
Call at = কোন স্থানে গিয়ে দেখা করা।
Call for = চাওয়া।
Call in = ডেকে আনা।
Call off = প্রত্যাহার করা।
Call on = দেখা করা।
Call out = ডেকে পাঠানো, চিৎকার করা।
Call up = স্মরণ করা, দেখানো।
Carry away = বাহিত হওয়া, প্রভাবিত করা।
Carry off = বাহিত হওয়া, জীবন নেয়া, বিজয়ী হওয়া।
Carry on = চালিয়ে যাওয়া।
Carry out = পালন করা।
Cast aside = ছুঁড়ে ফেলা, বাদ দেয়া।
Cast off = ছুঁড়ে ফেলা, বাদ দেয়া।
Come after = পিছনে তাড়া করা।
Come away = খুলে যাওয়া।
Come by = পাওয়া।
Come from = কোন স্থান থেকে আসা।
Come of = উদ্ভূত হওয়া, জন্মগ্রহণ করা।
Come off = অনুষ্ঠিত হওয়া।
Come on = দ্রুত চলা।
Come out = প্রকাশিত হওয়া।
Come round = সুস্থ হওয়া।
Cut down = কাটা, হ্রাস করা।
Cut off = বিচ্ছিন্ন করা, মারা যাওয়া।
Cut out = উপযুক্ত, পরাস্ত করা, সেবাদান বন্ধ করা।
Cut up = মর্মাহত হওয়া, টুকরা টুকরা করা।
D—
Do up = অত্যন্ত ক্লান্ত, আটকে থাকা, পরিপাটি করা।
Do without = কোন কিছু ছাড়া চলা।
Dwell on/upon = চিন্তা করা।
F—
Fall back = পিছু হটা, ফিরে যাওয়া।
Fall from = ক্ষমতাচ্যুত হওয়া, বাহির হওয়া।
Fall in = সারিবদ্ধ হওয়া।
Fall in with = সম্মত হওয়া।
Fall into = বিভক্ত হওয়া।
Fall off = খসে/ঝড়ে পড়া।
Fall on = ন্যস্ত হওয়া, আক্রমণ করা।
Fall through = নিষ্ফল হওয়া।
G—
Get along = চলা, চালানো।
Get away = পালানো।
Get by = চালানো, জীবন নির্বাহ করা।
Get down = মনোযোগ দেয়া, নামা, লেখা।
Get in = উপস্থিত হওয়া।
Get into = বিপদে পড়া, মিশে যাওয়া।
Get off = যাত্রা করা।
Get after = অনুসরণ করা।
Get on = চলা, অগ্রসর হওয়া।
Get out = বের হওয়া, দূর করা।
Get through = সেরে ওঠা, উত্তীর্ণ হওয়া।
Get up =ওঠা, তৈরি করা।
Give away = সমর্পন করা, দান করা।
Give in = মেনে নেয়া।
Give off = দেয়া।
Give over to = হস্তান্তর করা।
Give up = ত্যাগ করা।
Go about = ঘুরে বেড়ানো, বিস্তার লাভ করা, চালিয়ে যাওয়া।
Go after = অনুসরণ করা।
Go along = মেনে নেয়া, নিষ্ঠার সাথে চালিয়ে যাওয়া।
Go away = চলে যাওয়া।
Go back on/upon = খেলাপ করা।
Go by = অতিক্রান্ত হওয়া, পরিচিত হওয়া।
Go down = অস্ত যাওয়া, হ্রাস পাওয়া, মাটিতে পড়া, পানিতে ডুবে যাওয়া, নষ্ট হওয়া।
Go for = আনতে যাওয়া, আক্রমণ করা, পছন্দ করা।
Go in for = পরীক্ষা দেয়া, প্রতিযোগিতা করা।
Go off = বিস্ফোরিত হওয়া, প্রস্থান করা।
Go on = চালিয়ে যাওয়া, চালু হওয়া।
Go round/around = চক্রাকারে ঘোরা, যথেষ্ট থাকা।
Go through = পাঠ করা।
H—
Hand over = সমর্পণ করা।
Hang about/around = সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা, অপেক্ষা করা।
Hang back = পশ্চাদপদ হওয়া।
Hang on = কারো ওপর নির্ভর করা, অপেক্ষা করা।
L—
Look about = খোঁজ করা।
Look after = দেখাশুনা করা।
Look at = তাকানো।
Look down upon = ঘৃণা করা।
Look for =খোঁজা।
Look into = তদন্ত করা।
Look on = মনে করা।
Look out = বাইরে তাকানো, সজাগ থাকা।
Look over = পরীক্ষা করা।
Look through = যত্নের সাথে পরীক্ষ করা, দ্রুত পড়া।
Look to = মনোযোগী হওয়া।
Look up = খুঁজে বের করা।
Look up to = সম্মান করা।
Look upon = গণ্য করা।
M—
Make of = নির্মাণ করা, বুঝা।
Make off = পালিয়ে যাওয়া।
Make out = বুঝা।
Make over = অর্পণ করা।
Make up = ক্ষতি পূরণ দেয়া, মনস্থির করা, মিটিয়ে ফেলা, পূর্ণ করা।
Make up of = গঠিত হওয়া।
P—
Put away = সরিয়ে রাখা, ছেড়ে দেয়া।
Put down = ভেঙে ফেলা, লেখা, দমন করা।
Put forward = উত্থাপন করা।
Put off = খোলা, স্থগিত করা।
Put on = পরিধান করা, যোগ করা।
Put out = নিভানো, প্রসারিত করা।
Put together = একত্রিত করা।
Put up = বাস করা, তোলা, লটকানো।
Put up with = সহ্য করা।
R—
Run about = দ্রুত/এদিক সেদিক দৌড়াদৌড়ি করা।
Run across = হঠাৎ সাক্ষাত হওয়া।
Run after = ধাওয়া করা।
Run away = পালিয়ে যাওয়া, ঘর ছাড়া, চুরি করা।
Run down = ছুটে/দৌড়ে ধরা।
Run into = পতিত হওয়া, জড়িত হওয়া।
Run out = ফুরিয়ে যাওয়া।
Run over = পিষ্ট হওয়া।
Run through = ভেদ করা।
Run upon = ধাক্কা খাওয়া, পরিকল্পনা করা।
S—
See off = বিদায় জানানো।
See through = তদন্ত করা।
Set about = শুরু করা।
Set down = লেখা, নামানো।
Set in = শুরু হওয়া।
Set off = যাত্রা শুরু করা।
Set out = যাত্রা শুরু করা, ছড়িয়ে দেয়া।
Set up = স্থাপন করা।
Stand against = বাধা দেয়া, বিরুদ্ধে দাড়ানো।
Stand aside = সরে দাঁড়ানো।
Stand by = পাশে দাঁড়ানো।
Stand for = বুঝানো।
Stand off = দূরে থাকা।
Stand up for = পক্ষ সমর্থন করা।
T—
Take after = দেখতে এক রকম হওয়া।
Take away = সরিয়ে নেয়া।
Take down = লেখা।
Take for = মনে করা, গণ্য করা।
Take off = খুলে ফেলা, অনুকরণ করা।
Take over = গ্রহণ করা।
Take to = অভ্যাস করা, আসক্ত হওয়া।
Tell upon = হানি করা, ক্ষতি করা।
Turn after = সদৃশ্য হওয়া।
Turn down = নাকচ করা, অগ্রাহ্য করা।
Turn off = বন্ধ করা।
Turn on = চালু করা।
Turn over = উল্টানো।
Turn up = হাজির হওয়া।
Comments
Post a Comment
Dear User Please do not enter any spam link in the comment box. Thanks