Skip to main content

Posts

Showing posts from September, 2023

Sentence (বাক্য) Kake Bole | বাক্য কাকে বলে

Sentence ( বাক্য ) দুই বা ততোধিক শব্দসমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলেই কেবল তাকে sentence বা বাক্য বলা যাবে। অন্যথায়, একাধিক শব্দ এক সাথে মিলিত হলেও যদি সম্পূর্ণ রূপে মনের ভাব বা কথা প্রকাশ না করে তাহলে তাকে বাক্য বলা যাবে না। একটি সম্পূর্ণ বাক্য গঠণের জন্য নির্বাচিত শব্দসমূহকে অবশ্যই একটি সঠিক ক্রম বজায় রেখে সাজাতে হবে। SENTENCE কত প্রকার ও কি কি? উ: অর্থভেদে sentence ৫ প্রকার । 1. Assertive sentence (বিবৃতিমূলক) 2. Introgative sentence (প্রশ্নবোধক) 3. Imperative sentenceর্ (অনুঙ্গা বাচক) 4. Optative sentence (প্রার্থনামূলক) 5. Exclamatory sentence (বিস্ময়সূচক) DEFINITION 01. Assertive sentence : -------------------------  যে sentence দ্বারা কোন বিবৃতি প্রদান করা হয় । Assertive sentence ২ প্রকার : i.Affirmative sentence: sub.+verb+extension She is well today ii. Negative sentence: sub.+verb+not+extension She is not well today 02.Interrogative sentence :  ----------------------------- যে sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় ।  Question word+auxiliary verb+

Punctuation Mark in Bengali | Punctuation Mark meaning in Bengali (বিরাম চিহ্ন)

(বিরাম চিহ্ন)  Punctuation Mark বিরাম চিহ্ন কাকে বলে বিরাম চিহ্নের ব্যবহার বিরাম চিহ্ন ব্যবহারের নিয়ম বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়। মনের ভাব ভাষাতে সুস্পষ্টভাবে ব্যক্ত করার জন্য বাক্যের মধ্যে বা শেষে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করা হয়। এ চিহ্নসমূহকে  Punctuation Mark বা বিরামচিহ্ন বলে।  অথবা, বাক্যের অর্থ স্পষ্ট করতে বাক্যের মধ্যে কোথায় কতটুকু বিরাম আবশ্যক তা দেখানোর কলা-কৌশলকে বিরাম চিহ্ন বলে। Punctuation Mark (বিরাম চিহ্ন) Meaning  in Bangla (Bengali) Punctuation Mark- এর ব্যবহারঃ --------------------------- Comma (,) Comma  স্বল্প বিরতি নির্দেশ করে।  সাধারণতঃ এক (১) গণনা  করতে যে সময় লাগে, Comma ’র  বিরতি কাল ততটুকু। বক্তার বক্তব্য সুষ্পষ্ট করতে Comma বিশেষ ভূমিকা পালন করে। সঠিক স্থানে  Comma ব্যবহার না করলে অর্থের  তারতম্য ঘটে। এমনকি বক্তব্যের  উদ্দেশ্য ব্যহত হয়। যেমন- এখানে থাকবেন না, থাকলে বিপদ হবে। এখানে থাকবেন, না থাকলে বিপদ হবে।  নিচে উল্লেখিত ক্ষেত্রে Comma বসে- i)  দুইয়ের অধিক সমজাতীয় word, phrase বা Clause পাশাপাশি ব্যবহূত হলে প্রত্যেকটির পর  Comma (,) বসে এবং শেষ শব্দের পূর্ব

Group Verbs in Bangla | Group Verb With Bangla Meaning

Verb এর লিস্ট  বাংলা উচ্চারণ সহ verb বাংলা অর্থ সহ  Regular verb list with bangla meaning Group Verb With Bangla Meaning কোনো কোনো Verb-এর পর নির্দিষ্ট কিছু Preposition বা Adverb বসালে উক্ত Verb-এর অর্থের পরিবর্তন ঘটে । Preposition বা Adverb সহ ঐসব Verb-কে Phrasal verbs বা Group verts বলে। যেমন— Bring অর্থ আনয়ন করা কিন্তু Bring up মানে লালন-পালন করা। এখানে Bring up হচ্ছে Phrasal verb বা Group verb. Verb List বাংলা অর্থ সহ A— Act on =কোনো কিছু অনুসারে কাজ করা। Act up to = আশানুরূপ কাজ করা। Act upon = কোনো কিছুর উপর নির্ভর করে কাজ করা, ক্ষতি করা। B— Bear off  = জয় করে নেয়া। Bear on  = সম্পর্ক, সম্বন্ধযুক্ত হওয়া। Bear out  = সমর্থন করা। Bear with  = সহ্য করা। Blow away  = উড়িয়ে নিয়ে যাওয়া। Blow off  = নির্গত করা। Blow out = নিভিয়ে ফেলা। Blow up = বিস্ফোরিত হওয়া, উড়িয়ে দেয়া। Break away = ভেঙে বের হওয়া। Break down = ভেঙে পড়া। Break in = জোড়পূর্বক প্রবেশ করা, কথার মাঝে কথা বলা। Break into = ভেঙে প্রবেশ করা। Break out = বিস্তার লাভ করা, ছড়িয়ে দেয়া। Break through = জোড় করে ঢোকা। Break up = শে

Completing Sentence Rules Bangla | Completing Sentence- এর সহজ নিয়ম

Completing Sentence এর সহজ নিয়ম  Completing Sentence Rules Bangla With Question And Answer ইংরেজি ভাষার যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই completing sentence-এর উপর কিছু না কিছু প্রশ্ন হয়ে থাকে। অনেকেই সঠিক উত্তর দিতে পারেন না অথবা কিভাবে এবং কি ব্যবহার করে sentence টি complete করা যায় তা ঠিক বুঝতে পারেন না । তাই নিচের নিয়মগুলো আয়ত্তে এনে রীতিমতো চর্চা করলে অতি সহজেই sentence complete করার কৌশল অর্জিত হবে । এছাড়া, এই নিয়মগুলো English grammar- এর অন্যান্য অংশের জন্য সমানভাবে প্রযোজ্য এবং শিক্ষার্থীদের English sentence ও structure সম্পর্কে সম্যক ধারনা দিতে সক্ষম। Completing Sentence Rules Bangla এর সহজ নিয়ম Too ---- to অথবা Enough ---- to Rule 01:  ---------------- Too —— to অথবা enough ——- to ব্যবহার করে simple sentence গঠন করা হয়। মনে রাখতে হবে যে, adjective বা adverb-এর পূর্বে too বসে এবং পরে enough বসে। তাছাড়া noun-এর পূর্বে too much/too many/enough বসে। এদের structure ও উদাহরণ নিচে দেওয়া হলোঃ a) Sub + verb + too + adj / adv + (for + personal object) + to + verb-এর base form +

Sentence Meaning in Bengali | Simple Complex Compound Sentence rules in Bengali

Sentence Meaning in (Bangla) Bengali গঠন বিচারে Sentence ৩ প্রকার: 1. Simple Sentence. 2. Complex Sentence এবং 3. Compound Sentence. 1. Simple Sentence: যে বাক্য একটি মাএ Clause দিয়ে গঠিত অর্থাৎ যে বাক্যে একটি মাএ Finite Verb থাকে, তাকে Simple Sentence বলে। যেমন: I saw him going - Simple Sentence. বাক্যটিতে ‘saw’ এবং ‘going’ দুটি verb রয়েছে। কিন্ত, Finite Verb (Finite = Present Form বা Past Form) হচ্ছে ‘saw’। ‘going’ এখানে Non-finite (Present Participle From) এবং উহার কোন Subject ও নেই। পক্ষান্তরে, ‘saw’ verb এর Subject হল ‘I’। সুতরাং, বাক্যটি এক Clause-এর বাক্য এবং উহা Simple Sentence। 2. Complex Sentence: যে বাক্য main clause ও subordinate clause নিয়ে গঠিত হয়, তাকে Complex Sentence বলে। যেমন: I saw that he was going. বাক্যটিতে ‘saw’, ‘was’ এবং ‘going’ তিনটি Verb ব্যবহার করা হয়েছে। কিন্ত, Finite Verb দুটি ‘saw’ এবং ‘was’ এবং উহাদের Subject ও আছে। ‘saw’ Verb-এর Subject হল ‘I’ এবং ‘was’ Verb-এর Subject হল ‘he’। সুতরাং, বাক্যটি দুটি Clause নিয়ে গঠিত। Clause দুটি হল I saw এবং he was going

Active Voice And Passive Voice Rules | Active And Passive Voice in Bengali

Voice এর সংজ্ঞা: Voice অর্থ বাচ্য , ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই Voice বা বাচ্য বলে। - Voice কত প্রকার ও কি কি? Voice এর প্রকারভেদ: Voice দুই প্রকার।  যথা: 1. Active Voice (কর্তৃবাচ্য), 2. Passive Voice (কর্মবাচ্য)। - 1. Active Voice (কর্তৃবাচ্য): কোন Sentence এ যদি Subject সক্রিয় হয়ে কোন কাজ সম্পাদন করে তখন তাকে Active Voice বলে। যেমন : I eat rice. He writes a letter. Rahi reads a book. We are playing football. - 2. Passive Voice (কর্মবাচ্য): কোন Sentence এ যদি Subject কে দিয়ে কোন কাজ করানো হয় বুঝায় তখন তাকে Passive Voice বলে। যেমন : Rice Is eaten by me. A letter is written by him. A book is read by Rahi. Football is being played by us. Active Voice কে Passive Voice এ পরিবর্তন করার General Rule : ------------------------------------------------------- Active Voice কে Passive Voice এ পরিবর্তন  করতে হলে Active Voice এর Object Passive Voice এ Subject হয়ে বসে এবং Active Voice এর Subject টি Passive Voice এ Object হয়ে বসে এবং তার পূর্বে by বসে । Active Voice এর মূল Verb এর Passive Voice এ Pas

Narration (উক্তি) rules in Bangla | Narration (উক্তি) rules in Bengali

Narration (উক্তি) : কাহারো বক্তব্য বা কথাকেই Narration বা উক্তি বলে । Narration এর প্রকারভেদ : Narration দুই প্রকার ।  যথা :- Direct Narration (প্রত্যক্ষ উক্তি)  Indirect Narration (পরোক্ষউক্তি)  Direct Narration (প্রত্যক্ষ উক্তি) : কোন কথাকে যদি আমরা কোনোরূপ পরিবর্তন না করে বক্তা যে ভাষায় বলেছে যে ভাষায় ব্যাক্ত করি তবে তা Direct Speech বা Direct Narration। এক্ষেত্রে বক্তার কথাকে Inverted Commas বা উদ্ধিতি চিহ্নের (‘’ ’’) মধ্যে রাখা হয়। যেমনঃ Jon said to me, “I am a king” Indirect Narration (পরোক্ষউক্তি) : বক্তার কথাকে যদি আমরা Tense, Person ও আরো কিছু পরিবর্তনের মাধ্যমে ব্যাখ্যা করে প্রকাশ করি তবে তা Indirect speech। এক্ষেত্রে বক্তা তৃতীয় পক্ষ। যেমনঃ Jon told me that he was a king. Direct Speech থেকে Indirect Speech এ রুপান্তর করার নিয়ম: ১) Reporting Verb টি Present Tense অথবা Future Tense হলে Reported Speech এর Tense পরিবর্তন হবে না। Rules of Changing Tense: 1.Reporting Verb Present বা Future Tense হলে Reported Speech এর Tense এর কোন পরিবর্তন হয় না শুধু Person এর পরিবর্তন হয়। >>

Tag question rules Bangla With Examples | Tag question এর সকল সহজ নিয়ম

Tag শব্দের আভিধানিক অর্থ হল জুড়ে দেয়া, অর্থাৎ কথাবার্তা বলার সময় আমরা কথার সঠিকতা যাচাইয়ের জন্য শ্রতার সমর্থন চেয়ে বাক্যে যা জুড়ে দেয়া হয় তাই Tag question বা টেগ । সেমিথ্যাবাদী, তাইনয়কি? এখানে প্রথম বাক্য হল আমার বক্তব্য “সে মিথ্যাবাদী” আর দ্বিতীয় বাক্যটি হলো প্রথম বাক্যটি সঠিক কিনা তা যাচাই করার জন্য শ্রোতার কাছে সমর্থন আদায়ের বাক্য, “তাই নয় কি?”। “তাই নয় কি?” বলার পর শ্রোতা “হ্যাঁ” বা “না” যে কোন একটা উত্তর দিবে। এই যে সমর্থন আদায়ের জন্য আমি যে বাক্যটা জুড়ে দিলাম  তাই কিন্তু tag অংশ। আচ্ছা ! বলোতো!  আমি যে অংশ জুড়ে দিলাম তা কোন ধরনের বাক্য ?  হ্যাঁ অবশ্যই এটা প্রশ্ন বোধক একটা অংশ, এই জন্যই এটা কে Tag question বলে, অর্থাৎ জুড়ে দেয়া প্রশ্ন।টেগ Question করার প্রধান নিয়ম ৩ টা বাকি ২ টা নিয়ম প্রাসঙ্গিক আছে। নিয়মগুলা জানার আগে আমরা কিছু basic ধারনা নিয়ে নেই। সাহায্যকারি verb কি? Am, is, are, was, were, been, have, has, had, shall, should, will, would, can, could, may, might, do, did, done, need, ought, must, dare. এগুলা হল Auxiliary verb (সাহ্যকারি ক্রিয়া)।এগুলাকে অবশ্য operator ও বলা হয়।

Common Mistakes in English Bangla version | ইংরেজি ভুল সংশোধন ইংরেজিতে সাধারণ ভুলগুলো।

Common Mistakes in English Bangla Version We try to explain how to correct  Common Mistakes in English 1. Incorrect: I come here for learning English. Correct: I come here to learn English. Note : Purpose (উদ্দেশ্য) বোঝালে infinitive বসে; gerund হবে না। 2.  Incorrect: He says he is not afraid of nobody. Correct: He says he is afraid of nobody. Or, He says he is not afraid of anybody. Note : একটি clause এ double negative ব্যবহার করা যাবে না। 3.  Incorrect: I was absent one time or two times. Correct: I was absent once or twice. Note : One time, two times এগুলোর পরিবর্তে once এবং twice ব্যবহার করতে হবে। 4.  Incorrect: A day a fox was very hungry. Correct: One day a fox was very hungry. Note : One এর পরিবর্তে a অথবা an ব্যবহার করা যাবে না যখন one অর্থ a certain thing (একটি নির্দিষ্ট কোনকিছু) । 5.  Incorrect: The more people will agree with me. Correct: Most people will agree with me. Note : The majority of (বেশিরভাগ) বোঝাতে most ব্যবহার করতে হবে। 6.  Incorrect: I spend my holidays in a co

Popular posts from this blog

Wh Question Rules in Bangla | Wh Question English to Bangla

Wh Question Rules in Bangla বিস্তারিতভাবে জানুন Wh Question  কি Wh Question কাকে বলে Wh Question  কয়টি ও কি কি Wh Question করার নিয়ম Wh Question করার সহজ উপায় Wh Question Rules and Example in Bangla Wh-Question কাকে বলে? উত্তরঃ ইংরেজী ভাষায় যে Question এর শুরুতে Wh-words (what, who, which, where, when, why, whose, whom, how) থাকে এবং যে Question এর  Answer কখনোই  ‘হ্যাঁ’ অথবা ‘না’  হয় না, তাকে Wh-Question বলে। Examples: 1.   What is your name? 2.   How are you? ইত্যাদি।  লক্ষ্য করুন: Wh- Questions তৈরি করার সময় Auxiliary Verbs: am, is, are, was, were, have, has, had, will, would, can, could, shall, should, may, might ইত্যাদি লাগবে। আর Auxiliary Verbs না থাকলে প্রদত্ত Statement/ Affirmative Sentence এর Tense ও Subject এর Number এবং Person অনুযায়ী do, did, does লাগে।   Tense না জানলে  তোমার দ্বারা ইংরেজীতে কোনো কিছু শুদ্ধভাবে পড়া / বলা / লিখা কখনোই সম্ভব নয়। লক্ষ্য করোঃ সব ক্ষেত্রে নিচে দাগ দেওয়া (Underlined) শব্দটি বাদ দিয়ে / হাত দিয়ে চাপে ধরে পড়লেই তমি বুঝতে পারবে Wh-words: what, wh

English Sekhar Sohoj Upay | ইংরেজি শেখার সহজ উপায় ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট

English a Kotha Bolar Abong Sekhar Sohoj Upay  ইংরেজি শেখার সহজ উপায় English Sekhar Sohoj Upay ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট ইংরেজি শেখার ওয়েব সাইট ইংরেজি শেখার সহজ উপায় | English Learning Web Site Easy way to learn English  আমরা কয়েকটা পাঠের মাধ্যমে সম্পন্ন ইংলিশ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এটা হবে আমাদের প্রথম পাঠ এবং অন্যান্য পাট গুলোর জন্য এখানে লিংক  দেওয়া হবে যাতে করে আপনারা খুব সহজেই সবগুলো পেজে যেতে পারেন এবং খুব সহজেই ইংলিশে শিখে নিতে পারেন। We will try to teach completed English through a few lessons Insha Allah And that will be our first lesson And for other jute links will be given here So that you can easily go to all the pages and learn English very easily . English Sekhar Sohoj Upay   Part1   Part2    Part3   Part4   Part5   Part6    Part7    Part8    Part9    Part10 Easy Way To Learn English From Beginner To Advanced level Bangla Website For Learning English ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট প্রাথমিক থেকে উন্নত স্তরে ইংরেজি শেখার সহজ উপায়  English Sekhar Sohoj U

Ami English a Kotha Bolte Chai | আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই

English a kotha bolar sohoj upay ami English a kotha bolte chai ami English sikhte chai আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই স্মুথলি  ইংরেজিতে কথা বলার জন্য প্রথমে কি করা দরকার ? যতটুকু সম্ভব ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কখনোই স্মুথলি ইংরেজিতে কথা বলা যাবে না এবং আপনার চিন্তা ভাবনা টা ইংলিশে করা উচিত যেমন আজকে কি করেছি কি করব কোথায় যাব এ ধরনের চিন্তা ভাবনা গুলো মানুষের মনে আসে আমরা হয়তো মনে মনে চিন্তা ভাবনা করে থাকে তবে চিন্তাভাবনাগুলোকে যদি আমরা বাংলাতে না করে ইংরেজিতে করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে ইংলিশে কথা বলার জন্য এইখানে যে ইংরেজি গুলো আপনারা শিখবেন অবশ্যই তার বাস্তবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন প্রথম ইংলিশে দেয়া হলো তার পর ইংলিশের বংলায় উচ্চারণ দেয়া হলো এবং তারপর তার মানে কি সেটা বাংলায় দেয়া হলো খুব সহজে ইংলিশ শেখার পদ্দতি  Part1    Part2   Part 3   Part4    Part5    Part6   Part7    Part8   Part9 ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় শব্দ English To Bangla Rely → (রিলাই) = নির্ভর / ভরসা / বিশ্বাস করা Rely on me. → (রিলাই অন মি) = আমার উপর নির্ভর