Skip to main content

Conditional sentence in Bengali | Conditional sentence Rules Bangla

Conditional Sentences কি Conditional Sentence কাকে বলে Conditional Sentence কত প্রকার ও কি কি Conditional Sentence এর ব্যবহার


Conditional Sentences কি কাকে বলে কত প্রকার ও এর ব্যবহার

 English Grammar এর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলোর মধ্যে একটি হল Conditional sentence। প্রায় সব ধরনের পরীক্ষাতে Conditional sentence থেকে প্রশ্ন আসে। ৩৫ তম বিসিএস পরীক্ষাতেও Conditional sentence থেকে একটি প্রশ্ন এসেছে। তাই Class Nine থেকে শুরু করে সবার জন্য এটি ভালভাবে study করা ফরয (!)।

Conditional Sentences কি?

Conditional sentences দ্বারা কোন শর্তযুক্ত idea কে প্রকাশ করা হয়। এ ধরনের sentence এ দুটি clause থাকে- if যুক্ত subordinate clause দ্বারা condition বা শর্ত বোঝায় এবং principal clause দ্বারা সেই শর্ত পূরণ হলে কি হবে তা বোঝায়। if যুক্ত clause শুরুতে বা শেষে বসতে পারে। তবে যদি if যুক্ত clause শুরুতে বসে তাহলে তার পরে একটি কমা (,) বসবে, আর যদি শেষে বসে তাহলে কমা বসবে না।


Examples:

If she comes, I will meet her. (এখানে শর্ত হল তাকে আসতে হবে। সে আসলে আমি তার সাথে দেখা করব নাহলে দেখা করব না।)

I will meet her if she comes.

You might have been accepted if you had applied earlier.

If you had applied earlier, you might have been accepted.


Zero Conditional:

কোন একটি condition এর বেলায় যখন সব সময় একই ফলাফল আসে(universal truth, scientific fact এবং habitual fact এর বেলায়) তখন zero conditional ব্যবহার করা হয়। order বা instruction এর বেলায়ও zero conditional ব্যবহার করা হয়। zero conditional এ if এর পরিবর্তে when ব্যবহার করা যায়।

ধরুন, আপনি একটি পাত্রে এক টুকরা বরফ নিলেন, তারপর ঐ পাত্রটাকে চুলার উপরে রেখে দিলেন। তাহলে কি ঘটবে? সবসময় একটাই ঘটনা ঘটবে- বরফ গলে যাবে যা একটি scientific fact ।

Examples:

If/When we heat ice, it melts.

Positive: If/When you heat water to 100 degrees, it boils.

Negative: If/When you don’t heat water to 100 degrees, it doesn’t boil.

Question: What happens if/when you heat water to 100 degrees?


zero conditional এ সাধারণত নিচের structure ব্যবহার করা হয়–

When/If/Unless+ present tense, present simple/ imperative.

If+ Past tense, past tense

Examples:

If I miss the 8 o’clock bus, I am late for work.

If I am late for the office, my boss gets angry.

People get hungry if they don’t eat.

When you go on holiday, take plenty of sun cream. It’ll be very hot.

When I’m concentrating, please don’t make so much noise.

When I’ve finished an article, I always ask Kate to read it through.

If I got home late, my mom scolded me.

If she was sad, she just stared into the distance without saying a word.

Unless:

‘unless’ এর অর্থ হল if এর একদম উলটা অর্থাৎ ‘if not’.

Unless I catch the 8 o’clock bus, I am late for work.

People get hungry unless they eat.

Real Conditions: First Conditional (usually future time)

Real conditions হল যা possible বা probable অর্থাৎ যা ঘটা সম্ভব বা যার ঘটার সম্ভাবনা আছে।

Structure: If+ Present Simple, will/may/can/must+ verb এর simple form.

Examples: If you go to bed early tonight, you will feel better.

(এখানে যে শর্ত দেয়া হচ্ছে তা পূরণ করা সম্ভব এবং সেটা পূরণ করলে তার ফলাফল হিসেবে অন্য ঘটনাটিও ঘটার সম্ভাবনা রয়েছে। সুতরাং এটি একটি Real বা বাস্তব condition ।)

If I have the money, I will buy a new bike.

(যদি আমার কাছে টাকা থাকে তাহলে আমি একটি নতুন বাইক কিনতে পারব। টাকা থাকলে এই কাজটিও করা সম্ভব সুতরাং এটিও অবশ্যই real condition.)

If I don’t study, I won’t understand things.

I won’t understand things if I don’t study.

What time will you arrive if the train is late?

সাধারণত first conditional দ্বারা কোন একটি probable future situation এর কথা বলা হয়

If you don’t leave soon, you will miss the train.

If you ask her, she will probably help you.

তবে first conditional দ্বারা কোন একটি probable present situation এর কথাও বলা যায়

If Hussain is hungry, he’ll find some sandwiches in the fridge.

Zero Conditional Vs First Conditionals

If I drink too much, I usually get a hangover the following day. (এখানে zero conditional দ্বারা general situation এর কথা বলা হচ্ছে অর্থাৎ if এর clause এর কাজটি যখনই করা হয় তখন সবসময়ই অন্য ঘটনাটিও ঘটে)

If I drink too much, I will get a hangover tomorrow. (এখানে first conditional দ্বারা শুধুমাত্র একটি specific future situation এর কথা বলা হচ্ছে)


*** বিসিএস এবং অন্যান্য জব প্রিপারেশান সংক্রান্ত আলোচনার জন্য Join করুন আমাদের Facebook Group এ এবং আমাদের সকল পোস্ট পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশানের জন্য Like দিতে পারেন আমাদের Facebook Page এ। মতামত জানাতে কমেন্ট করুন তাহলে আমরা আরও যত্নশীল হতে পারব। প্রত্যেকটি নতুন পোস্ট publish হওয়ার সাথে সাথে ইমেইলে নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের website এর Subscribe us via Email অপশনে গিয়ে।

Comments

Popular posts from this blog

Wh Question Rules in Bangla | Wh Question English to Bangla

Wh Question Rules in Bangla বিস্তারিতভাবে জানুন Wh Question  কি Wh Question কাকে বলে Wh Question  কয়টি ও কি কি Wh Question করার নিয়ম Wh Question করার সহজ উপায় Wh Question Rules and Example in Bangla Wh-Question কাকে বলে? উত্তরঃ ইংরেজী ভাষায় যে Question এর শুরুতে Wh-words (what, who, which, where, when, why, whose, whom, how) থাকে এবং যে Question এর  Answer কখনোই  ‘হ্যাঁ’ অথবা ‘না’  হয় না, তাকে Wh-Question বলে। Examples: 1.   What is your name? 2.   How are you? ইত্যাদি।  লক্ষ্য করুন: Wh- Questions তৈরি করার সময় Auxiliary Verbs: am, is, are, was, were, have, has, had, will, would, can, could, shall, should, may, might ইত্যাদি লাগবে। আর Auxiliary Verbs না থাকলে প্রদত্ত Statement/ Affirmative Sentence এর Tense ও Subject এর Number এবং Person অনুযায়ী do, did, does লাগে।   Tense না জানলে  তোমার দ্বারা ইংরেজীতে কোনো কিছু শুদ্ধভাবে পড়া / বলা / লিখা কখনোই সম্ভব নয়। লক্ষ্য করোঃ সব ক্ষেত্রে নিচে দাগ দেওয়া (Underlined) শব্দটি বাদ দিয়ে / হাত দিয়ে চাপে ধরে পড়লেই তমি বুঝতে পারবে Wh-words: what, wh

English Sekhar Sohoj Upay | ইংরেজি শেখার সহজ উপায় ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট

English a Kotha Bolar Abong Sekhar Sohoj Upay  ইংরেজি শেখার সহজ উপায় English Sekhar Sohoj Upay ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট ইংরেজি শেখার ওয়েব সাইট ইংরেজি শেখার সহজ উপায় | English Learning Web Site Easy way to learn English  আমরা কয়েকটা পাঠের মাধ্যমে সম্পন্ন ইংলিশ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এটা হবে আমাদের প্রথম পাঠ এবং অন্যান্য পাট গুলোর জন্য এখানে লিংক  দেওয়া হবে যাতে করে আপনারা খুব সহজেই সবগুলো পেজে যেতে পারেন এবং খুব সহজেই ইংলিশে শিখে নিতে পারেন। We will try to teach completed English through a few lessons Insha Allah And that will be our first lesson And for other jute links will be given here So that you can easily go to all the pages and learn English very easily . English Sekhar Sohoj Upay   Part1   Part2    Part3   Part4   Part5   Part6    Part7    Part8    Part9    Part10 Easy Way To Learn English From Beginner To Advanced level Bangla Website For Learning English ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট প্রাথমিক থেকে উন্নত স্তরে ইংরেজি শেখার সহজ উপায়  English Sekhar Sohoj U

Ami English a Kotha Bolte Chai | আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই

English a kotha bolar sohoj upay ami English a kotha bolte chai ami English sikhte chai আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই স্মুথলি  ইংরেজিতে কথা বলার জন্য প্রথমে কি করা দরকার ? যতটুকু সম্ভব ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কখনোই স্মুথলি ইংরেজিতে কথা বলা যাবে না এবং আপনার চিন্তা ভাবনা টা ইংলিশে করা উচিত যেমন আজকে কি করেছি কি করব কোথায় যাব এ ধরনের চিন্তা ভাবনা গুলো মানুষের মনে আসে আমরা হয়তো মনে মনে চিন্তা ভাবনা করে থাকে তবে চিন্তাভাবনাগুলোকে যদি আমরা বাংলাতে না করে ইংরেজিতে করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে ইংলিশে কথা বলার জন্য এইখানে যে ইংরেজি গুলো আপনারা শিখবেন অবশ্যই তার বাস্তবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন প্রথম ইংলিশে দেয়া হলো তার পর ইংলিশের বংলায় উচ্চারণ দেয়া হলো এবং তারপর তার মানে কি সেটা বাংলায় দেয়া হলো খুব সহজে ইংলিশ শেখার পদ্দতি  Part1    Part2   Part 3   Part4    Part5    Part6   Part7    Part8   Part9 ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় শব্দ English To Bangla Rely → (রিলাই) = নির্ভর / ভরসা / বিশ্বাস করা Rely on me. → (রিলাই অন মি) = আমার উপর নির্ভর