Wh Question Rules in Bangla বিস্তারিতভাবে জানুন Wh Question কি Wh Question কাকে বলে Wh Question কয়টি ও কি কি Wh Question করার নিয়ম Wh Question করার সহজ উপায়
Wh Question Rules and Example in Bangla
Wh-Question কাকে বলে?
উত্তরঃ ইংরেজী ভাষায় যে Question এর শুরুতে Wh-words (what, who, which, where, when, why, whose, whom, how) থাকে এবং যে Question এর Answer কখনোই ‘হ্যাঁ’ অথবা ‘না’ হয় না, তাকে Wh-Question বলে।
Examples:
1. What is your name?
2. How are you? ইত্যাদি।
লক্ষ্য করুন:
Wh- Questions তৈরি করার সময় Auxiliary Verbs: am, is, are, was, were, have, has, had, will, would, can, could, shall, should, may, might ইত্যাদি লাগবে।
আর Auxiliary Verbs না থাকলে প্রদত্ত Statement/ Affirmative Sentence এর Tense ও Subject এর Number এবং Person অনুযায়ী do, did, does লাগে।
Tense না জানলে তোমার দ্বারা ইংরেজীতে কোনো কিছু শুদ্ধভাবে পড়া / বলা / লিখা কখনোই সম্ভব নয়।
লক্ষ্য করোঃ সব ক্ষেত্রে নিচে দাগ দেওয়া (Underlined) শব্দটি বাদ দিয়ে / হাত দিয়ে চাপে ধরে পড়লেই তমি বুঝতে পারবে Wh-words: what, who, which, where, when, why, whose, whom, how থেকে কোনটা দিয়ে Wh-question করতে হবে।
কোনো Statement এ Underlined Word এর উপর ভিত্তি করে Wh- question তৈরির সহজ পদ্ধতিসমূহঃ
Rule:1
Sentence এর শুরুতে কোনো ব্যক্তির নাম / কে / কারা বুঝায় এমন শব্দের নিচে দাগ (Underlined) থাকলে Who দ্বারা Wh- Question তৈরি করতে হয়।
Examples:
Jessica is from United Kingdom. ( কে )
Ans: Wh-question: Who is from United Kingdom?
এ ক্ষেত্রে নিচে দাগ দেওয়া শব্দটি বাদ দিয়ে / হাত দিয়ে চাপে ধরে পড়লে তা হবে ‘is from United Kingdom. এর পর -‘কে’দ্বারা প্রশ্ন করলে প্রশ্নটি হবে- ‘কে United Kingdom হতে এসেছে?’ ‘কে’ এর English হলো Who , তাই Who দিয়ে Wh- Question তৈরি করা হয়েছে।
নিচে দাগ দেওয়া শব্দটি Wh-question এ কখনোই লিখতে হয় না।
সব ক্ষেত্রে নিচে দাগ দেওয়া (Underlined) শব্দটি বাদ দিয়ে / হাত দিয়ে চাপে ধরে পড়লেই তমি বুঝতে পারবে Wh-words: what, who, which, where, when, why, whose, whom, how থেকে কোনটা দিয়ে Wh-question করতে হবে।
Tamal and Andy are going to the Book Fair. (কারা)
Ans: Wh-question: Who are going to the Book Fair?
Rule: 2
কাকে /কার সাথে বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে Whom দ্বারা Wh-Question তৈরি করতে হয়।
Examples:
Tamal can meet Andy in an hour. (কার সাথে)
Ans:Wh-question: Whom can Tamal meet in an hour?
Rina will help Maria. (কাকে)
Ans: Wh- Question: Whom will Rina help?
Rule:3
কার /কাদের অর্থ্যাৎ কোন কিছুর মালিক কে তা বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে Whose দ্বারা Wh- Question তৈরি করতে হয়।
Examples:
Kishoreganj is Mamun’s home district.(কার)
Ans: Wh- question: Whose home district is Kishoreganj?
Andy will visit their garden on Sunday. (কাদের)
Ans: Wh-Question: Whose garden will Andy visit on Sunday?
Rule: 4
কীভাবে, কত, কেমন ,কোন উপায়ে ইত্যাদি বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে How দ্বারা Wh-Question করতে হয়।
Examples:
We walked together in a group.( কীভাবে)
Ans: Wh-Question: How did they walk together?
( লক্ষ্য করোঃ‘walked’ verb টি past tense হওয়ায় ‘did’ বসেছে এবং walked এর present tense walk হয়েছে।)
Sima feels very warm. (কেমন )
Ans: Wh-question: How does Sima feel?
( লক্ষ্য করোঃ‘Feels’ verb টি Present Indefinite Tense হয়ে এর শেষে ‘s’ থাকায় ‘does’ বসেছে এবং feel হয়েছে।)
Rule: 5
গণনা করা যায় এরকম ‘কত’ বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে How many , সংখ্যায় গণনা করা যায়না এমন ‘কত’ ও কোন কিছুর দাম বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে How much দ্বারা Wh-Question করতে হয়।
Examples:
There are five groups of foods in the Food Pyramid. ( Five -গণনা করা যায় এরকম ‘কত’)
Ans: Wh-Question: How many groups of foods are there in the Food Pyramid?
There is a little water in the pond. (a little-সংখ্যায় গণনা করা যায় না এমন পরিমাণ।)
Ans: Wh-Question: How much water is there in the pond?
Rice is 60 taka per kg.(দাম কত)
Ans: Wh- Question: How much is rice per kg?
Rule:6
সময় /কখন -বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে When দ্বারা Question করতে হয়।
Examples:
Andy will go to the Saint Martin’s Island next month.(কখন)
? Island Ans:Wh-Question: When will Andy go to the SaintMartin’s?
Rule:7
স্থান / জায়গার নাম বুঝায় এমন শব্দের নিচে দাগ দেয়া থাকলে Where দ্বারা Wh-question তৈরি করতে হয়.
Examples:
Saikat lives in an apartment in Bogra.(কোথায়)
Ans:Wh-Question: Where does Saikat live?
Rule:8
কেন / কী কারণে / কী জন্য/ কিসের জন্য বুঝায় এমন শব্দের নিচে দাগ দেয়া থাকলে Why দ্বারা Wh-Question করতে হয়।
Examples:
Sima did not go to school for her illness. (কেনো)
Ans: Wh-Question: Why did Sima not go to school?
Or, Why didn’t Sima go to school?
I eat a balanced diet because I want to be happy. (কেনো)
Ans: Wh-Question: Why do you eat a balanced diet?
Rule:9
কোনটি/ কোনগুলো বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে Which দ্বারা Wh-Question করতে হয়।
Examples:
I like a blue pens. (কোনটি)
Ans: Wh- Question: Which pen do you like?
(Like শব্দটি s/es ছাড়া Present Tense হওয়ায় ‘do’ আনা হয়েছে।)
Saikat’s favorite cartoons are Muto Patlo, Tom & Jerry, and Ninja. ( কোনগুলো)
Ans: Wh-Question: Which are Saikat’s favorite cartoons?
(এই নিয়মটির ক্ষেত্রে What দিয়ে ও Wh-Question তৈরি করা যায়।)
Rule:10
a) কোন ব্যক্তি কী করেন/কী কাজ করেন /কোন লোকের পেশা -বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে What দিয়ে Wh-Question করতে হয়।
Example:
Raju is a firefighter. (কী করেন)
Ans: Wh-Question: What is Raju?
b) কোন ধরনের/ কোন প্রকারের/ কী রকম -বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে What kind of/ What kinds of (বহু বচনের সময়) দিয়ে Wh-Question করতে হয়।
Examples: The hare was the fastest animal in the forest. (কোন ধরনের)
Ans: Wh-question: What kind of animal was the hare in the forest?
Vegetables, fruits, and bread are healthy food items. (কী রকম)
Ans: Wh- Question: What kinds of food items are vegetables, fruits, and bread?
c) কী/ কোন কিছুর তথ্য -বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে What দিয়ে Wh-Question করতে হয়।
Examples:
Nasreen likes ice cream with chocolate. (কী)
Ans: Wh-Question: What does Nasreen like?
Comments
Post a Comment
Dear User Please do not enter any spam link in the comment box. Thanks