Skip to main content

Learn English in Bengali | লার্ন ইংলিশ ইন বাংলা

Easily Learn English in Bengali  All types of English in Bengali লার্ন ইংলিশ ইন বাংলা সব ধরনের ইংরেজি বাংলাতে


English in Bengali | ইংলিশ ইন বাংলা

I have no knowledge of that → এ বিষয়ে আমার কোন ধারণা নেই।

The house is to let → এ বাড়ীটি ভাড়া দেয়া হবে।

It is bitter cold in this year → এ বছর হাড় কাঁপানো শীত পড়েছে

He is none to me → উনি আমার কেউ হন না

It is a one-way road → ইহা একটি একমুখো রাস্তা

The converse is the case → আসলে ব্যাপারটা উল্টো।

Did you find it easy? → আসতে কোন সমস্যা হয়নি তো?

Hope to hear from you → আশা করি তুমি চিঠি লিখবে

Cut your coat according to your cloth → আয় বুঝে ব্যয় কর

I feel the same way → আমিও এইরকম ভাবি



I only want a snack → আমি হাল্কা কিছু খাবার চাই

I’d like to go for a walk → আমি হাঁটতে যেতে চাই

I’d like to go to the store → আমি স্টোরে যেতে চাই

I haven’t been there → আমি সেখানে ছিলামনা

I’m bidding the time → আমি সুযোগের অপেক্ষায় আছি।

I go to the theatre once in a month → আমি সিনেমা হলে মাসে একবার যাই

I’m all yours → আমি শুধু তোমারই

I dreamt a sweet dream last night → আমি রাতে একটি মধুর সপ্ন দেখেছি

I’d like to call the United States → আমি যুক্তরাষ্ট্রে ফোন করতে চাই

If I go there, I’ll meet you → আমি যদি সেখানে যাই তাহলে তোমার সাথে দেখা করব



If I have a chance, I’ll call Mukta → আমি যদি সুযোগ পাই তবে মুক্তাকে ফোন করব

Had I known his name before → আমি যদি তার নামটি জানতমি!

The more I love you → আমি য্ত বেশি ভালোবাসি তোমায়

The more closely I come to you → আমি য্ত বেশি কাছে আসি তোমার

I’d like to go home → আমি বাড়ি যেতে চাই

I’m fired → আমি বহিস্কার করছি

I’d say… → আমি বলব যে

I better be off → আমি বরং যাই

I speak two languages → আমি দুটো ভাষায় বলতে পারি

Sorry to bother you → আমি দু→খিত তোমাকে বিরক্ত করতে এসেছি



I owe you → আমি তোমার কাছে কৃতজ্ঞ

How much do I owe you? → আমি তোমার কাছে কত টাকা ঋনী?

I’m not gonna leave you → আমি তোমাকে ছেড়ে যাব না।

I feed you → আমি তোমাকে খাওয়াই

I can’t stand you anymore → আমি তোমাকে আর সহ্য করতে পারছিনা

I’ll make you mine → আমি তোমাকে আমার করে নেব।

I was surprised to hear his word → আমি তার কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম

I will try to make him understand → আমি তাকে বুঝাতে চেষ্টা করবো

I don’t like him → আমি তাকে পছন্দ করিনা

I had the letter written by him → আমি তাকে দিয়ে চিঠি লিখলাম



I asked him if he had known me → আমি তাকে জিজ্ঞেস করলাম সে আমাকে চিনে কি না?

I know him for a long time → আমি তাকে অনেক দিন থেকে চিনি

I know that → আমি তা জানি

I like to watch TV → আমি টিভি দেখতে পছন্দ করি

I left no stone unturned →আমি চেষ্টার কোন ত্রুটি করিনি

I have quitted my job → আমি চাকরি ছেড়ে দিয়েছি।

I speak a little English → আমি খুব কমই ইংরেজিতে বলতে পারি

I’d like to go shopping → আমি কেনাকাটা করতে যেতে চাই

I don’t mind → আমি কিছু মনে করিনা।

I’d like to buy something → আমি কিছু কিনতে চাই



May I use your phone? → আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারি?

Should I wait? → আমি কি অপেক্ষা করবো?

I have got the work done → আমি কাজটি করিয়েছি

Sometimes I go to sleep at 11PM, sometimes at 11→30PM → আমি কখোনো রাত ১১টা আবার কখোনো ১১ টা ৩০ মিনিটে ঘুমাতে যাই

I don’t get myself involved in the hassle → আমি ওই ঝামেলায় নিজেকে জড়াইনি

I’d like to exchange this for Dollars → আমি এটা ডলারে ভাঙ্গাতে চাই

This is the first time I’ve been here → আমি এখনে প্রথমবার এসেছি

I still haven’t decided → আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি

I haven’t had lunch yet → আমি এখনো দুপুরের খাবার খাইনি

I see a bird → আমি একটি পাখি দেখছি



I’d like to make a phone call → আমি একটি টেলিফোন করতে চাই

I’d like to buy a phone card please → আমি একটি টেলিফোন কার্ড কিনতে চাই

I’m looking for a new book → আমি একটা নতুন বই খুজছি

I’d like to buy a bottle of water, please → আমি এক বোতল পানি কিনতে চাই

I can make neither head nor tail of it → আমি এ থেকে কিছুই বুঝলাম না

I can’t but believe that → আমি এ কথা বিশ্বাস করি না আবার না করে পারি না যে

I read the Ittefaq → আমি ইত্তেফাক পড়ি

I like Italian food → আমি ইটালিয়ান খাবার পছন্দ করি

I hope you and your wife have a nice trip → আমি আশা করছি তোমার এবং তোমার স্ত্রীর ভালো ভ্রমণ হবে

I can feel in my heart → আমি আমার হৃদয়ে অনুভবে করতে পারি।



I feel feverish today → আমি আজ জ্বর জ্বর বোধ করছি

I’d like to make a reservation → আমি অগ্রিম বরাদ্দ দিতে চাই

I’d like to eat at 5th street restaurant → আমি ৫ম স্ট্রিট রেস্তোরায় খেতে চাই

It seems to me, as well → আমারও তাই মনে হয়

Had I the wings of bird! → আমার যদি পাখির মত ডানা থাকতো !

I don’t have enough money → আমার যথেষ্ট টাকা নাই

I think → আমার মনে হচ্ছে

I remember → আমার মনে আছে

I don’t feel well → আমার ভালো লাগছেনা

I like domestic products → আমার পছন্দ দেশে তৈরি জিনিস।



Please accept my thanks → আমার ধন্যবাদ গ্রহণ করুন

I strongly believe → আমার দৃঢ় বিশ্বাস

I have three pairs of shoes → আমার তিন জোড়া জুতা আছে

Get a good phone for me → আমার জন্য একটা ভালো ফোন কিনো।

Someone does that for me → আমার জন্য একজন ওসব করে

I have grit in my eyes → আমার চোখে বালু গেছে

My watch goes right → আমার ঘরিটি ঠিক সময় দেয়

I haven’t finished eating → আমার খাওয়া শেষ হয়নি

I don’t have any girlfriend → আমার কোন বান্ধবি নেই

I have nothing to say → আমার কিছু বলার নেই।



I have to wash my clothes → আমার কাপড় ধুতে হবে

I only have 5 dollars → আমার কাছে মাত্র ৫ ডলার আছে

Let me see it, will you? → আমার কাছে দাও, দিবা?

I don’t have any money → আমার কাছে একটাও টাকা নাই

You are hiding something back from me → আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ তুমি।

Are you getting me? → আমার কথা কি বুঝতে পারছো?

I still have a lot of things to buy → আমার এখনো অনেক কিছু কিনতে হবে

I still have a lot to do → আমার এখনো অনেক কিছু করতে হবে

I need to go now → আমার এখনি যেতে হবে

Will you do me a favor? → আমার একটা কাজ করবেন?


Prev                    Next

Comments

Popular posts from this blog

English Sekhar Sohoj Upay | ইংরেজি শেখার সহজ উপায় ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট

English a Kotha Bolar Abong Sekhar Sohoj Upay  ইংরেজি শেখার সহজ উপায় English Sekhar Sohoj Upay ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট ইংরেজি শেখার ওয়েব সাইট ইংরেজি শেখার সহজ উপায় | English Learning Web Site Easy way to learn English  আমরা কয়েকটা পাঠের মাধ্যমে সম্পন্ন ইংলিশ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এটা হবে আমাদের প্রথম পাঠ এবং অন্যান্য পাট গুলোর জন্য এখানে লিংক  দেওয়া হবে যাতে করে আপনারা খুব সহজেই সবগুলো পেজে যেতে পারেন এবং খুব সহজেই ইংলিশে শিখে নিতে পারেন। We will try to teach completed English through a few lessons Insha Allah And that will be our first lesson And for other jute links will be given here So that you can easily go to all the pages and learn English very easily . English Sekhar Sohoj Upay   Part1   Part2    Part3   Part4   Part5   Part6    Part7    Part8    Part9    Part10 Easy Way To Learn English From Beginner To Adv...

Wh Question Rules in Bangla | Wh Question English to Bangla

Wh Question Rules in Bangla বিস্তারিতভাবে জানুন Wh Question  কি Wh Question কাকে বলে Wh Question  কয়টি ও কি কি Wh Question করার নিয়ম Wh Question করার সহজ উপায় Wh Question Rules and Example in Bangla Wh-Question কাকে বলে? উত্তরঃ ইংরেজী ভাষায় যে Question এর শুরুতে Wh-words (what, who, which, where, when, why, whose, whom, how) থাকে এবং যে Question এর  Answer কখনোই  ‘হ্যাঁ’ অথবা ‘না’  হয় না, তাকে Wh-Question বলে। Examples: 1.   What is your name? 2.   How are you? ইত্যাদি।  লক্ষ্য করুন: Wh- Questions তৈরি করার সময় Auxiliary Verbs: am, is, are, was, were, have, has, had, will, would, can, could, shall, should, may, might ইত্যাদি লাগবে। আর Auxiliary Verbs না থাকলে প্রদত্ত Statement/ Affirmative Sentence এর Tense ও Subject এর Number এবং Person অনুযায়ী do, did, does লাগে।   Tense না জানলে  তোমার দ্বারা ইংরেজীতে কোনো কিছু শুদ্ধভাবে পড়া / বলা / লিখা কখনোই সম্ভব নয়। লক্ষ্য করোঃ সব ক্ষেত্রে নিচে দাগ দেওয়া (Underlined) শব্দটি ...

Ami English a Kotha Bolte Chai | আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই

English a kotha bolar sohoj upay ami English a kotha bolte chai ami English sikhte chai আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই স্মুথলি  ইংরেজিতে কথা বলার জন্য প্রথমে কি করা দরকার ? যতটুকু সম্ভব ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কখনোই স্মুথলি ইংরেজিতে কথা বলা যাবে না এবং আপনার চিন্তা ভাবনা টা ইংলিশে করা উচিত যেমন আজকে কি করেছি কি করব কোথায় যাব এ ধরনের চিন্তা ভাবনা গুলো মানুষের মনে আসে আমরা হয়তো মনে মনে চিন্তা ভাবনা করে থাকে তবে চিন্তাভাবনাগুলোকে যদি আমরা বাংলাতে না করে ইংরেজিতে করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে ইংলিশে কথা বলার জন্য এইখানে যে ইংরেজি গুলো আপনারা শিখবেন অবশ্যই তার বাস্তবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন প্রথম ইংলিশে দেয়া হলো তার পর ইংলিশের বংলায় উচ্চারণ দেয়া হলো এবং তারপর তার মানে কি সেটা বাংলায় দেয়া হলো খুব সহজে ইংলিশ শেখার পদ্দতি  Part1    Part2   Part 3   Part4    Part5    Part6   Part7    Part8   Part9 ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় শব্দ English To Bangla Re...