কিভাবে ইংরেজি শিখবো কিভাবে ইংরেজিতে দক্ষ হওয়া যায় ইংরেজি শেখার টিপস কিভাবে ইংরেজিতে কথা বলব
English Shikhar Upay ইংরেজি শেখার গাইড লাইন
সময় এখন এমন যে, ইংরেজি জানা ছাড়া কোন কিছু চিন্তাও করা যায় না। কি চাকরি, কি পড়াশোনা সব জায়গায়ই ইংরেজিতে দক্ষতা এখন সময়ের চাহিদা। বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে ভালো চাকরি পেতে হলে ভালো ইংরেজি বলতে পারার কোন বিকল্প নেই। এমনও দেখা যায়, সবরকম যোগ্যতা থাকা স্বত্বেও শুধুমাত্র ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে না পারার জন্য চাকরি হয় না। সময় এসেছে এখন সামনে এগিয়ে যাওয়ার, নিজের দক্ষতা বাড়ানোর।
ইংরেজিতে দক্ষ হওয়ার উপায় ইংরেজি শেখার টিপস
আপনি ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে চান? তাহলে নীচের টিপসগুলো অনুসরণ করুনঃ এবং আমাদের এই ওয়েবসাইটে ইংরেজি শেখার সহজ উপায় এর যে পোস্ট গুলো রয়েছে সেই পোস্ট গুলো দেখতে পারেন সবগুলো পোস্ট ইংরেজি শেখার কোর্স হিসাবে সাজানো হয়েছে এবং সব গুলোর লিংক এখানে দেওয়া থাকবে। প্রথমেই যেটা করতে হবে
ইংরেজি শেখার টিপস 1 ভয় করবেন না একদমঃ
ইংরেজিতে আপনি হয়তো কথা বলতে চান। কিন্তু আপনার ভয় লাগে। মনে হয়, আপনি ভুলভাল বলে বসবেন, আটকে যাবেন। আশেপাশের সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে। কে হাসলো বা কি করলো, ওইসব ভুলে যান। আপনি যদি শুরুই না করেন, আপনি কখনোই বুঝতে পারবেন না আপনার কোথায় ভুল হচ্ছে, কোন জায়গায় আপনাকে উন্নতি করতে হবে। কাজেই অহেতুক ভয় অথবা লজ্জ্বা দূর করুন।
ইংরেজি শেখার টিপস 2 ইংরেজিতে ভাবত শুরু করুনঃ
আমরা যখন কথা বলি, আমাদের মাথার ভিতরে আগে কথাগুলো সাজাই। তারপরেই বলা শুরু করি। এখন আপনি যদি ইংরেজি বলতে গিয়ে বাংলাতেই কথা সাজানো শুরু করেন অথবা ভাবা শুরু করেন, আপনি ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন না। কাজেই কথা শুরু করার আগে ইংরেজিতে চিন্তা করতে শিখুন। ভাবতে শিখুন। ইংরেজিতেই কথা সাজাতে শিখুন আপনার মস্তিষ্কে।
ইংরেজি শেখার টিপস 3 শব্দভান্ডার বাড়ানঃ
এটা একটা খুবই সাধারণ সমস্যা, কথা বলতে গিয়ে উপযুক্ত শব্দ খুঁজে না পাওয়া। এই সমস্যার সমাধান একটাই। সেটা হচ্ছে ইংরেজিতে Vocabulary বাড়ানো। প্রতিদিনই চেষ্টা করুন নতুন নতুন কিছু শব্দ শিখতে।
ইংরেজি শেখার টিপস 4 মিডিয়াকে কাজে লাগানঃ
ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আপনি বিভিন্ন মিডিয়া অথবা মাধ্যমের সাহায্য নিতে পারেন। ইংরেজি বই, ইংরেজি পত্রিকা পড়ুন। টেলিভিশনের ইংরেজি সংবাদ, বিভিন্ন প্রোগ্রাম দেখুন। ইংরেজি মুভি দেখুন। সম্ভব হলে Subtitle সহ দেখুন। এতে আপনার শেখাটা অনেক তাড়াতাড়ি হবে।
ইংরেজি শেখার টিপস 5 অনুশীলন করুনঃ
অনুশীলনের বিকল্প নেই, প্রয়োজনে আপনি ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলা অনুশীলন করুন এবং নিজের Voice রেকর্ড করে শুনুন। এতে আপনার Confidence বাড়বে, নিজের ভুলগুলোও বুঝতে পারবেন। ইনশাআল্লাহ এটা খুবই কাজে দেয়, করেই দেখুন একবার।
ইংরেজি শেখার টিপস 6 সমমনা বন্ধু খুঁজে নিনঃ
এমন কিছু বন্ধু খুঁজে বের করুন, যারা আপনারই মতো ইংরেজিতে কথা বলা শিখতে চান। তাদের সাথে প্রতিদিন একবার হলেও বসে ইংরেজিতে কথা বলার চর্চা করুন। সেটা ১ ঘন্টার জন্য হলেও। এভাবে ৫/৬ জন মিলে প্রতিদিন ইংরেজিতে কথা বলতে থাকলে আপনি নিজেও বুঝতে পারবেন না যে কত দ্রুত আপনি ইংরেজিতে দক্ষভাবে কথা বলতে শিখে গেছেন।
নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে এগিয় যান। আপনিই সফল হবেন ইনশাল্লাহ।
আমাদের সম্পূর্ণ ইংরেজি শেখার সহজ পদ্ধতি ইংলিশ কোর্স এর সবগুলো লিংক এখানে দেওয়া হলো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।
ইংরেজি শেখার গাইড লাইন Part1 Part2 Part3 Part4 Part5 Part6 Part7 Part8 Part9 Part10
যারা বাংলা থেকে ইংলিশ কনভারসেশন শিখতে চান তাদের জন্য এখানে কিছু লিংক দেওয়া হল সব ধরনের বাংলা থেকে ইংলিশ কনভাসেশন শেখার জন্য।
Comments
Post a Comment
Dear User Please do not enter any spam link in the comment box. Thanks