Learn Presentation Conversation Bangla To English বাংলা থেকে ইংরেজিতে প্রেজেন্টেশন কথোপকথন শিখুন
Presentation Conversation | প্রেজেন্টেশন কথোপকথন
Here we can see… → (হেয়ার উই ক্যান সি) = আমরা এখানে দেখতে পাচ্ছি...।
As you can see here… → (এ্যাস ইউ ক্যান সি হেয়ার) = আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে...।
Perhaps we can look at that point at the end / a little later. → (পারহ্যাপস উই ক্যান লুক এ্যাট দ্যাট পয়েন্ট এ্যাট দা ইন্ড/ এ লিটল লেইটার) = আমরা এই বিষয়টার উপর শেষে / একটু পরে আলোকপাত করতে পারি।
I’ll come back to that question later if I get time. → (আই’ল কাম ব্যাক টু দ্যাট কুইসচেন লেইটার ইফ আই গেট টাইম) = আমি এই প্রশ্নে ফেরত আসব পরে যদি সময় থাকে।
As I mentioned earlier… → (এ্যাস আই ম্যানশনড আর্লিয়ার) = আমি যেমনটা আগে বলেছি...।
If anyone has any questions, I’ll be pleased to answer those. → (ইফ এ্যনিওয়ান হ্যাস এনি কুইসচেনস, আই’ল বি প্লিজড টু আনসার দোজ) = যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমি আনন্দের সাথে সেগুলোর উত্তর দিবো।
I’d like to thank you all for your attention and interest. → (আই’ড লাইক টু থ্যাংক ইউ অল ফর ইয়োর এ্যাটেনশন এ্যান্ড ইন্টারেস্ট) = আমি আপনাদের সবাইকে মনোযোগ এবং আগ্রহের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
Finally, I’d like to finish by thanking you all for your attention. → (ফাইনালি, আই’ড লাইক টু ফিনিশ বাই থ্যাংকিং ইউ অল ফর ইয়োর এ্যাটেনশন) = সবশেষে, আমি আপনাদের সবাইকে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই।
That brings us to the end of my presentation. → (দ্যাট ব্রিংস আছ টু দা ইন্ড অব মাই প্রেজেনটেশন) = এটা আমাদেরকে নিয়ে এলো আমার উপস্থাপনের শেষে।
That brings the presentation to an end. → (দ্যাট ব্রিংস দা প্রেজেনটেশন টু অ্যান ইন্ড) = এটা দিয়েই উপস্থাপনের শেষ হলো।
Thank you for your attention. → (থ্যাংক ইউ ফর ইয়োর এ্যাটেনশন) = আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ।
What exactly do you mean? → (হোয়াট এক্সাক্টলি ডু ইউ মিন?) = আপনি আসলে কি বুঝাতে চাচ্ছেন?
I'm afraid, I can't agree. → (আই’ম এফ্রেইড, আই কান’ট এগরি) = আমি আসলে আপনার সাথে একমত হতে পারছি না।
Unfortunately, I see it differently. → (আনফোরচুনেটলি, আই সি ইট ডিফ্রেনলি) = দুর্ভাগ্যবশত, আমি এটাকে অন্যভাবে দেখি।
That's just the way I feel. → (দ্যাট’স জাস্ট দা ওয়ে আই ফীল) = আমিও ঠিক এভাবেই অনুভব করি।
I totally agree with you. → (আই টোটালি এগরি উইথ ইউ) = আমি আপনার সাথে সম্পূর্ণ একমত।
I see what you mean. → (আই সি হোয়াট ইউ মিন) = আপনি কি বুঝাতে চাচ্ছেন আমি বুঝতে পেরেছি।
I get your point. → (আই গেট ইয়োর পয়েন্ট) = আমি আপনি কি বলতে চাচ্ছেন বুঝতে পেরেছি।
I’d like to sum up the main points… → (আই’ড লাইক টু সাম আপ দা মেইন পয়েন্টস) = আমি মূল পয়েন্ট গুলো একত্রে বলছি...।
In conclusion… → (ইন কনক্লুশন) = উপসংহারে...।
The pie chart is divided into several parts. → (দা পাই চার্ট ইজ ডিভাইডেড ইন্টু সেভরল পার্টস) = পাই-চার্টটি বিভিন্ন অংশে বিভক্ত।
Here are some facts and figures. → (হেয়ার আর ছাম ফ্যাক্টস এ্যান্ড ফিগারস) = এখানে কিছু তথ্য এবং চিত্র দেয়া হলো।
The product I present is extraordinary. → (দা প্রোডাক্ট, আই প্রেজেনট ইজ এক্সট্রাওরডিনারি) = আমি যেই পণ্যটি দেখাচ্ছি তা হলো অসাধারণ।
This leads me to the next point… → (দিস লীডস মি টু দা নেক্সট পয়েন্ট) = এটা আমাকে নিয়ে যাচ্ছে পরবর্তী পয়েন্টে...।
I’d like to move on to another part of the presentation… → (আই’ড লাইক টু মুভ অন টু এনাদার পার্ট অব দা প্রেজেনটেশন) → আমি এখন যাবো উপস্থাপনের অন্য একটি অংশে...।
Now I’d like to move on to… → (নাউ আই’ড লাইক টু মুভ অন টু) = এখন আমি যেতে চাইবো...।
Now let’s take a look at… → (নাউ লেট’স টেক এ লুক এ্যাট) = এখন চলুন দেখা যাক...।
So, that’s an overview of… → (ছো, দ্যাট’স অ্যান ওভারভিউ অব) = তাহলে এটা হলো সারমর্ম...।
Now let’s move on to… → (নাউ লেট’স মুভ অন টু) = এখন চলুন যাওয়া যাক...।
Now I’d like to look at… → (নাউ আই’ড লাইক টু লুক এ্যাট) = এখন আমি দেখব...।
Please feel free to interrupt me if you have any questions. → (প্লিজ ফীল ফ্রি টু ইন্টারপট মি ইফ ইউ হেভ এনি কুইসচেনস) = আপনাদের কিছু জানার থাকলে আমার কথা বলার মাঝে যে কোনো সময় প্রশ্ন করতে পারেন।
My presentation consists of the following parts… → (মাই প্রেজেনটেশন কনসিস্টস অব দা ফলোইয়িং পার্টস) = আমার উপস্থাপনা নিম্নবর্ণিত বিষয় গুলো নিয়ে গঠিত...।
Here is the agenda for the meeting… → (হেয়ার ইজ দা এজেন্ডা ফর দা মিটিং) = আজকে বৈঠকের আলোচ্যসূচি এই যে...।
In today’s presentation, I’d like to show you… → (ইন টুডে’স প্রেজেনটেশন, আই’ড লাইক টু শোও ইউ) = আজকের উপস্থাপনে আমি আপনাদের দেখাতে চাই...।
The purpose of today’s presentation is to… → (দা পারপাস অব টুডে’স প্রেজেনটেশন ইজ টু) = আজকের উপস্থাপনের উদ্দেশ্য হলো...।
I’d like to give you a brief outline of my presentation. → (আই’ড লাইক টু গিভ ইউ এ ব্রিফ আউটলাইন অব মাই প্রেজেনটেশন) = আমি আপনাদের আমার উপস্থাপন’এর একটা সংক্ষিপ্তসার দিচ্ছি।
Shall we get started? → (শ্যাল উই গেট স্টার্টেড?) = আমরা কি শুরু করবো?
My name is John and I am responsible for… → (মাই নেইম ইজ জন এ্যান্ড আই এ্যাম রেসপন্সিবল ফর) = আমার নাম জন এবং আমি দায়িত্বে আছি...।
Let me introduce myself. → (লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ) = আমি নিজের পরিচয় দিয়ে নিচ্ছি।
Thank you all very much for coming today. → (থ্যাংক ইউ অল ভেরি মাচ ফর কামিং টুডে) = আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আজকে আসার জন্য।
Good morning and welcome to this conference hall. → (গুড মর্নিং এ্যান্ড ওয়েলকাম টু দিস কনফারেন্স হল) = শুভ সকাল এবং এই মিলনায়তনে আপনাদের স্বাগতম।
The topic of today’s meeting is… → (দা টপিক অব টুডে’স মিটিং ইজ) = আজকের বৈঠকের বিষয় হলো...।
Hello, ladies and gentlemen, thank you for coming. → (হ্যালো, লেডিস এ্যান্ড জেন্টেলম্যান, থ্যাংক ইউ ফর কামিং) = ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গন, আপনাদের ধন্যবাদ এখানে আসার জন্য।
I hope you have had a good trip on your way here. → (আই হোপ ইউ হেভ হ্যাড এ গুড ট্রিপ অন ইয়োর ওয়ে হেয়ার) = আমি আশা করছি এখানে আসার পথে আপনাদের ভ্রমণটা ভালো হয়েছে।
Would you like to open a credit card? You can get 10 percent off of everything for today. → (উড ইউ লাইক টু ওপেন এ ক্রেডিট কার্ড? ইউ ক্যান গেট টেন পারসেন্ট অফ অব এভরিথিং ফর টুডে) = আপনি কি একটা ক্রেডিট কার্ড খুলবেন? আজকের জন্য আপনি সব কিছু ১০% কমে পাবেন।
Comments
Post a Comment
Dear User Please do not enter any spam link in the comment box. Thanks