Skip to main content

Rules of Articles in Bangla | Article Kake Bole

What Are The Rules of Articles Definite Article Examples And Indefinite Article Examples?, Article Kake Bole


Articles a, an, the rules with Examples Definite Article Kake Bole Indefinite Article Kake Bole Articles a, an, The Rules Bangla definite and indefinite articles


Definite Article And Indefinite Article

Article:

A, an এবং the কে Article বলে।

যে Word কোন ব্যক্তি বা বস্তুুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বুঝায় তাদেরকে Article বলে ।

Article দুই প্রকার।
1.Indefinite Article ( অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক  )
2.Definite Article ( নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক  ) 

(i) Definite Article :
------------------------
 যে Article নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করে তাকে Definite Article বলে। কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে Definite Article ব্যবহূত হয়ে থাকে। যেমন: The book is on the table.
The person who came yesterday is my friend Mr. Jahurul Islam.


(ii) Indefinite Article :
---------------------------
 যে Article বিশেষ কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু, বা প্রাণীকে বোঝায় তাকে Indefinite Article বলে। A ও An কে Indefinite Article বলে। কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝাতে Indefinite Article ব্যবহূত হয়ে থাকে। যেমন:
A lion lives in a forest.
I saw a bird sitting on the wall.




a এবং an-এর ব্যবহার
অনির্দিষ্টভাবে কোনও ব্যক্তি, বস্তু অথবা শ্রেণীর কথা বোঝাতে noun -এর আগে a/ an বসে।

A furnished flat at $8 per week. (The Gift of the Magi, O. Henry)
Humpty Dumpty sat on a wall / Humpty Dumpty had a great fall; (Nursery rhyme)
A young countryman crosses swords with a scarred stranger on his way to Paris. (The Three Musketeers, Alexandre Dumas)
পরবর্তী word যদি consonant দিয়ে শুরু হয় তবে তার আগে A ব্যবহার করতে হয়, যেমন এখানে f, w, g, y, s এরা consonant [ব্যঞ্জনবর্ণ] । a, e, i, o, u বাদে ইংরেজি alphabet-এর [বর্ণমালা] বাকি সব letter [বর্ণ] consonant।


আবার এই বাক্যগুলো দেখ:

He is an actor.
She broke an egg.
I am an Indian.
Give me an orange.
She had an umbrella in her hand.
পরের word vowel দিয়ে শুরু হলে তার আগে An বসে । a, e, i, o, u এই পাঁচটি বর্ণ হল vowel [স্বরবর্ণ] ।


After an hour of rest, he got back to work.
Brutus is an honorable man.
In her later life, the woman emerged as an heir to a large property.
H তো consonant । তাহলে আগে an কেন ? না, ভুল নয় । আসলে এই “h” word-এর শুরুতে বসে থাকে বটে, কিন্তু কোনও সাড়াশব্দ করে না । কাজ করে পরের বর্ণটি । যেমন এখানে [h]our, [h]onourable, [h]eir । h চুপ করে আছে, কাজ করছে o, o, এবং e ।


Mimi is an M.A.
Dr. Sen is an F.R.C.S.
Ashok is an NDTV reporter.
M, F, N তো consonant । তাহলে আগে an কেন ? কারণ M, F, N এর sound [উচ্চারণ-ধ্বনি] em [এম], ef [এফ] এবং en [এন] । অর্থাৎ প্রথমে vowel e উচ্চারিত হয়।


A university.
A useful book.
A one-hundred-rupee note. [লক্ষ কর, এখানে a one-hundred-rupee  বলা হচ্ছে কারণ এটা noun modifier বা noun adjunct  | ‘note’ এই noun-এর আগে adjective-এর মতো বসেছে তার পরিচয় বোঝানর জন্য। আরও উদাহরণ –  three-year-old girl, two-hour journey, five-year plan । modifier এরকম একাধিক থাকলে সেগুলো hyphen-যুক্ত হয় এবং modifier noun-এর [rupee, year, hour]  plural number হয় না। তাই “rupee”, ‘’rupees’’নয় ।]
U, O এরা vowel, কিন্তু university এবং useful-এ u-এর উচ্চারণ consonant yu-এর মতো, one-এ o-র উচ্চারণ consonant w-র মতো।


[stextbox id=”info” caption=”তাহলে বোঝা গেল,”]

a বসবে consonant-এর আগে এবং যেখানে vowel কাজ করে consonant-এর মতো তার আগে।
an বসবে vowel-এর আগে ।
an বসবে যে word-এর প্রথম consonant-টা উচ্চারিত হয় না, কিন্তু দ্বিতীয় স্থানে একটি vowel থাকে সেই ওয়ার্ডের আগে ।
যে word-এর প্রথম consonant letterটির উচ্চারণ তার vowel-এর মতো মূল sound [ধ্বনি] তার আগে an বসবে । যথা, m> em, s> es, l> el, ইত্যাদি । অর্থাৎ M.A. উচ্চারিত হচ্ছে em.a. এই ভাবে ।[/stextbox]
কিন্তু কেন a অথবা an দরকার ?
* যেখানে singular noun [একবচনাত্মক বিশেষ্য] আছে যা গোনা যায় [one pen, five books ইত্যাদি], যার কথা প্রথম বলা হচ্ছে এবং যার কথা কোনও ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বলা হচ্ছে না তার আগে a/ an দরকার । যা গোনা যায় না তার আগে a এবং an-কে ব্যবহার করা যাবে না । a river বলব, কিন্তু a water নয়।


* যেখানে কোনও singular noun বা একবচনাত্মক বিশেষ্য কোনও শ্রেণীর প্রতিনিধি তার আগে । যেমন, A cow has horns [অর্থাৎ All cows have horns]।


* কোনও complement-এর [পরিপূরক বিশেষ্য] আগে । যেমন, He is an actor । তিনি কে বা কি ? an actor [একজন অভিনেতা]।


* কোনও সংখ্যাবাচক বিশেষ্যর আগে । যেমন, a hundred, a million, a dozen।

* কোনও কিছুর দাম, গতি, অনুপাত ইত্যাদির হার বোঝাতে । যেমন, forty rupees a kilo, seventy kilometers an hour, four times a day ইত্যাদি।

* কোনও রাগ, ক্ষোভ, বিস্ময়, দুঃখ প্রকাশক noun যা গোনা যায় তার আগে।


What a hot evening!
What a pity!
* Mr/Mrs/Miss + surname [পদবি] অথবা পদবি সহ নাম থাকলে তার আগে । যেমন, a Mr Banerji, a Mrs Bose, a John Henry [জনৈক মিঃ ব্যানার্জি, কোনও এক মিসেস বোস, জনৈক জন হেনরি] ইত্যাদি।


কোথায় কোথায় a/ an ব্যবহার করা যাবে না ?
* Plural noun-এর [বহুবচনাত্মক বিশেষ্য] আগে a/ an ব্যবহার করা যাবে না । a boy, a boys নয় । an hour, an hours নয়।


* singular হলেও গোনা যায় না এমন noun-এর আগে । যেমন, water, luggage, information, advice ইত্যাদি noun-এর আগে । এক্ষেত্রে আমরা বলতে পারি some water, a piece of luggage, a piece of information/ advice ইত্যাদি।


a/ an – এর ব্যবহারে আরেকটা জরুরি কথা ।
* যদি বলি a black and white cat, তার মানে হল একটা কালো-সাদা রঙের বেড়াল । কিন্তু যদি বলি a black and a white cat, তবে তার মানে হল, দুটো বেড়াল যাদের একটার রঙ কালো আর একটার রঙ সাদা।


* He is a better teacher than administrator. এই sentence-এ একই ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে যে তিনি প্রশাসক হিসেবে যতটা ভালো তার চেয়ে ভালো শিক্ষক হিসেবে।


* কিন্তু যদি বলি He is a better teacher than an administrator, তাহলে কথাটা দুইজন ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে । এর মানে হল, অপর একজন ব্যক্তি প্রশাসক হিসেবে যতটা ভালো হতে পারেন এই ব্যক্তি শিক্ষক হিসেবে তার চেয়েও ভালো।


a এবং one
* দুটো word-ই একটা ব্যক্তি বা বস্তুকে বোঝায় । কিন্তু সব সময় একটার বদলে অপরটাকে ব্যবহার করা যায় না । a tree বলতে যে-কোনও একটা গাছ বোঝায়, কোনও নির্দিষ্ট গাছ নয় । কিন্তু one tree বললে বোঝাবে একটাই গাছ, তার বেশি নয়।

* a/ an- কে pronoun [সর্বনাম] হিসেবে ব্যবহার করা যায় না, কিন্তু one-কে pronoun হিসেবে ব্যবহার করা যায় । আমরা বলতে পারি One of the boys fell ill, কিন্তু A of the boys… নয়।

* কোনও নির্দিষ্ট সময়ে কোনও ঘটনা ঘটেছে এমন বোঝাতে day, week, month ইত্যাদির আগে one ব্যবহার করা হয়, a/ an নয়।


One day I went to see him.
One night a stranger came to my house.
The নিয়ে আলোচনা
* যখন নির্দিষ্টভাবে কোনও ব্যক্তি, বস্ত অথবা শ্রেণীর কথা বলা হয় তখন সেই নির্দিষ্ট noun-এর অথবা noun-এর মতো কাজ করে এমন word-এর আগে the বসে । singular noun অথবা plural noun সব ক্ষেত্রেই the ব্যবহার করা হয়।


I saw the man in the street.
The men were dressed in black.
“Why does the lamb love Mary so?” (Nursery rhyme)
* যেকোনো gender [লিঙ্গ]- এর আগে the বসতে পারে।


The girl is going to shop.
The boy stood first in the class.
* যা একটাই আছে অথবা একটাই আছে বলে মনে করা হয় তাদের নামের আগে the বসে।


The earth moves round the sun.
The sky was clear this morning.
The Pope retired this month.
* যে noun-এর কথা আগে বলা হয়েছে তার কথা পরে আবার বলা হলে স্বাভাবিকভাবেই সেটাকে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়।


I lost my pen today ; now I see the pen in your pocket.
* কোনও শব্দসমষ্টি অথবা বাক্যাংশের সাহায্যে কোনও noun-কে নির্দিষ্ট করা হলে তার আগে the বসবে।


This is the man I saw in the metro.
I know the place where the murder was committed.
The girl in violet will dance now.
* আগেই জানা আছে এমন কোনও নির্দিষ্ট noun সম্পর্কে বলতে হলে সেই nounএর আগে the দরকার।


The girl is standing in the balcony. [এই বাড়ির ব্যালকনি]
Please pass the salt. [ টেবিলে যে লবণ আছে সেটা]
Go to the doctor. [যে ডাক্তারকে দেখান হয় তার কাছে]
* সমগ্র শ্রেণীর প্রতিনিধিত্ব করছে এমন noun-এর আগে the থাকবে।


The camel is a gentle animal. [ all camels ]
The dog is a tame animal. [all dogs]
The kidney maintains proper water and electrolyte balance. [kidneys]
* musical instrument-এর নামের আগে the বসবে।


Amjad Ali Khan, Indian classical musician, plays the sarod. [any sarod]
My sister is learning the sitar. [any sitar]
The violin is a stringed instrument. [any violin]
* সর্বাপেক্ষা ভালো, খারাপ, সুন্দর ইত্যাদি বোঝাতে যেসব adjective [বিশেষণ] ব্যবহার করা হয় [superlative degree] তাদের আগে the বসে।


This is the oldest tree in this forest.
This is the best Chinese food I have ever had.
This is the worst accident I have ever seen.
* only-র আগে the বসে।


I am the only son of my parents.
He is the only doctor in this village.
* দ্বীপপুঞ্জ, পর্বতমালা, সমুদ্র, নদী এবং যেসব দেশের নামের সঙ্গে republic, states, kingdom যুক্ত থাকে তাদের নামের আগে the বসে।


The Andaman and Nicobar Islands are a group of Indian islands close to Southeast Asia.
The Karakorum is one of the largest mountain ranges in Asia.
The Indian Ocean’s average depth is 12,990 feet.
The Ganges is the most sacred river to the Hindus.
Utah is the 45th state of the United States of America.
The Republic of Congo is in Central Africa.
The kingdom of Spain has the twelfth largest economy in the world.
* ধর্মগ্রন্থ ও মহাকাব্যের নামের আগে the ব্যবহার করা হয়য় ঃ


The Mahabharata is the longest epic of ancient India.
The Ramayana, a major Sanskrit epic, has a great influence on Indian life and culture.
The Gita has seven hundred verses.
The Bible was first printed around 1454 C.E.
The Quran is the sacred book of Islam.
* ইংরেজি সংবাদপত্রের নামের আগে সাধারণত the বসে ।


The Economic Times is published by Bennett, Coleman & Co. Ltd.
The Statesman, a leading English newspaper in West Bengal, was founded in 1875.
The Times was first published in London in 1785.
The Telegraph is the largest circulated English daily published from Kolkata.
* কোনও কোনও adjective শ্রেণীবাচক বিশেষ্যর মতো ব্যবহৃত হয় যেমন dead, poor, rich, disabled, old, middle-aged, young ইত্যাদি । এদের আগে the বসে।


The volunteers arranged funerals of the dead.
“You don’t make the poor richer by making the rich poorer.”- Winston Churchill
These seats in the front row are reserved for the disabled.
“The old believe everything, the middle-aged suspect everything, the young know everything.” – Oscar Wilde
* বিখ্যাত বাড়ি, অট্টালিকা, অট্টালিকা সমষ্টি, শিল্পকর্ম -এর আগে সাধারণত the বসে।


The Tower of London was founded in the late 11th century...
The Taj Mahal, built between 1632 and 1653, is a great example of Mughal architecture.
The Victoria Memorial was designed by William Emerson and Vincent Esch.
Two paintings of the same name, the Madonna of the Rocks, are the great works of Leonardo da Vinci.
* কোনও সংগঠনের নামের আগে the বসে।


The SAARC [South Asian Association for Regional Cooperation] is an organization of South Asian nations of Bangladesh, Pakistan, Sri Lanka, Maldives, Bhutan, Nepal, Afghanistan, and India.
The United Nations has 193 member states.
* বিখ্যাত পুরস্কারের নামের আগে the বসে।


The Academy Awards, popularly known as the Oscars, were first given in 1929.
The Dadasaheb Phalke Award is India’s highest award in cinema.
Rabindranath Thakur [Tagore] was awarded the Nobel Prize in 1913.
* সাধারণত proper noun-এর আগে the বসে না । যেখানে proper noun [নামবাচক বিশেষ্য] common noun-এর [জাতিবাচক বিশেষ্য] মতো কাজ করে সেখানে তার আগে the বসে।


Dr. Sen is an F.R.C.S. কিন্তু The Dr. Sen who lives down the lane is an F.R.C.S.
Harun fled the country. কিন্তু This is The Harun who fled the country.
Once Howrah was called the Sheffield of India.
Dr Sen, Harun, Sheffield ইত্যাদি proper noun-এর আগে the না বসলেও এই sentenceগুলোতে তাদের আগে the বসার কারণ হল বোঝা যাচ্ছে যে Dr Sen, Harun একাধিক আছে এবং Howrah যেন আরেকটা Sheffield |


* কোনও পরিবার/ বংশকে সামগ্রিকভাবে বোঝাতে পারিবারিক নাম বা পদবির আগে the বসে।

The Melvilles kept a beautiful house and garden, but you couldn’t say the same for the Johnsons. (the Melville family and the Johnson family). [Over the Wall by Ruskin Bond ]
The Birlas settled in Calcutta in 1861. [the Birla family]
This property belongs to the Chatterjees. [the Chatterjee family]
* নিচের দুটি sentence লক্ষ কর ঃ


The playwright and critic is present here.
The playwright and the critic are present here.
প্রথম sentence-এ the দুটি noun-এর আগে একবার ব্যবহার করা হয়েছে কারণ একই ব্যক্তি playwright এবং critic । কিন্তু দ্বিতীয় sentence-এ দুটি noun-এর আগে আলাদাভাবে দুটি the বসেছে কারণ এখানে playwright এবং critic দুজন আলাদা ব্যক্তি।


* a/ an/ the নিয়ে ওপরে যে আলোচনা করা হল তার মূল কথা হল অনির্দিষ্টভাবে কোনও noun-এর কথা বলা হলে সেই noun-এর আগে a/ an বসে এবং যখন নির্দিষ্টভাবে কোনও noun-এর কথা বলা হয় তখন তার আগে the বসে। 

Comments

Popular posts from this blog

English Sekhar Sohoj Upay | ইংরেজি শেখার সহজ উপায় ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট

English a Kotha Bolar Abong Sekhar Sohoj Upay  ইংরেজি শেখার সহজ উপায় English Sekhar Sohoj Upay ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট ইংরেজি শেখার ওয়েব সাইট ইংরেজি শেখার সহজ উপায় | English Learning Web Site Easy way to learn English  আমরা কয়েকটা পাঠের মাধ্যমে সম্পন্ন ইংলিশ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এটা হবে আমাদের প্রথম পাঠ এবং অন্যান্য পাট গুলোর জন্য এখানে লিংক  দেওয়া হবে যাতে করে আপনারা খুব সহজেই সবগুলো পেজে যেতে পারেন এবং খুব সহজেই ইংলিশে শিখে নিতে পারেন। We will try to teach completed English through a few lessons Insha Allah And that will be our first lesson And for other jute links will be given here So that you can easily go to all the pages and learn English very easily . English Sekhar Sohoj Upay   Part1   Part2    Part3   Part4   Part5   Part6    Part7    Part8    Part9    Part10 Easy Way To Learn English From Beginner To Adv...

Wh Question Rules in Bangla | Wh Question English to Bangla

Wh Question Rules in Bangla বিস্তারিতভাবে জানুন Wh Question  কি Wh Question কাকে বলে Wh Question  কয়টি ও কি কি Wh Question করার নিয়ম Wh Question করার সহজ উপায় Wh Question Rules and Example in Bangla Wh-Question কাকে বলে? উত্তরঃ ইংরেজী ভাষায় যে Question এর শুরুতে Wh-words (what, who, which, where, when, why, whose, whom, how) থাকে এবং যে Question এর  Answer কখনোই  ‘হ্যাঁ’ অথবা ‘না’  হয় না, তাকে Wh-Question বলে। Examples: 1.   What is your name? 2.   How are you? ইত্যাদি।  লক্ষ্য করুন: Wh- Questions তৈরি করার সময় Auxiliary Verbs: am, is, are, was, were, have, has, had, will, would, can, could, shall, should, may, might ইত্যাদি লাগবে। আর Auxiliary Verbs না থাকলে প্রদত্ত Statement/ Affirmative Sentence এর Tense ও Subject এর Number এবং Person অনুযায়ী do, did, does লাগে।   Tense না জানলে  তোমার দ্বারা ইংরেজীতে কোনো কিছু শুদ্ধভাবে পড়া / বলা / লিখা কখনোই সম্ভব নয়। লক্ষ্য করোঃ সব ক্ষেত্রে নিচে দাগ দেওয়া (Underlined) শব্দটি ...

Ami English a Kotha Bolte Chai | আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই

English a kotha bolar sohoj upay ami English a kotha bolte chai ami English sikhte chai আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই স্মুথলি  ইংরেজিতে কথা বলার জন্য প্রথমে কি করা দরকার ? যতটুকু সম্ভব ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কখনোই স্মুথলি ইংরেজিতে কথা বলা যাবে না এবং আপনার চিন্তা ভাবনা টা ইংলিশে করা উচিত যেমন আজকে কি করেছি কি করব কোথায় যাব এ ধরনের চিন্তা ভাবনা গুলো মানুষের মনে আসে আমরা হয়তো মনে মনে চিন্তা ভাবনা করে থাকে তবে চিন্তাভাবনাগুলোকে যদি আমরা বাংলাতে না করে ইংরেজিতে করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে ইংলিশে কথা বলার জন্য এইখানে যে ইংরেজি গুলো আপনারা শিখবেন অবশ্যই তার বাস্তবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন প্রথম ইংলিশে দেয়া হলো তার পর ইংলিশের বংলায় উচ্চারণ দেয়া হলো এবং তারপর তার মানে কি সেটা বাংলায় দেয়া হলো খুব সহজে ইংলিশ শেখার পদ্দতি  Part1    Part2   Part 3   Part4    Part5    Part6   Part7    Part8   Part9 ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় শব্দ English To Bangla Re...