Learn English easily Learn the names of foods and fruits Learn in English | খুব সহজে ইংরেজি শিখুন খাবার ও ফলমূলের নামসমূহ ইংরেজিতে শিখুন
খাবার ও ফলমূলের নামসমূহ ইংলিশে এবং বাংলাতে
The names of food and fruits are in English and Bangla (Bengali)
খাদ্য খাবারের নামের মাঝে যে বিষয়গুলো আমরা বেশি জানতে চাই যেমন
The things that we want to know more about the name of the food
- গরুর মাংস ইংরেজি কি
- দুপুরের খাবার ইংরেজিতে কী বলে
- রাতের খাবার এর ইংরেজি কি
- মুড়ি কে ইংরেজিতে কী বলে,
- বিভিন্ন মাংসের ইংরেজি নাম
- ভাত ইংরেজি কি
- লাল শাক এর ইংরেজি নাম
- পুই শাক এর ইংরেজি কি
- পালং শাক এর ইংরেজি কি
- চিংড়ি মাছের ইংরেজি কি
- বিভিন্ন মাছের ইংরেজি নাম, ইত্যাদি
There are some common things we need to know when it comes to speaking English, otherwise, we can't speak properly in all cases. It is very important to learn these things if we want to speak English properly
We need English more when we go to eat in restaurants or go to the market Especially when we go out of the country or for those who are out of the country to know this English is very important
ইংরেজিতে কথা বলতে হলে কিছু কমন বিষয় আছে যেগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি তা না হলে কথা বলতে গেলে সব ক্ষেত্রে আমরা সঠিকভাবে কথা বলতে পারবোনা সঠিকভাবে ইংলিশে কথা বলতে হলে এ বিষয়গুলো শিখে রাখা অত্যন্ত জরুরী
ইংরেজি গুলো কখন আমাদের বেশি প্রয়োজন হয় যখন আমরা রেস্টুরেন্টে খেতে যাই কিংবা বাজারে বাজার করার জন্য যায় তখন আমাদের বেশি প্রয়োজন পড়ে বিশেষ করে যখন আমরা দেশের বাহিরে যাই কিংবা যারা দেশের বাইরে থাকে তাদের জন্য এই ইংলিশ গুলো জানা অত্যন্ত জরুরী
It was first given in English, then it was pronounced in English in Bengali, and then what it means was given in Bengali.
প্রথম ইংলিশে দেয়া হলো তার পর ইংলিশের বংলায় উচ্চারণ দেয়া হলো এবং তারপর তার মানে কি সেটা বাংলায় দেয়া হলো
(1)Food & Drinks (ফুড & ড্রিঙ্কস) = খাদ্য ও পানীয়
(2)Fruits (ফ্রুইটস) = ফল সমূহ
(1)Food & Drinks (ফুড & ড্রিঙ্কস) = খাদ্য ও পানীয়
1.Apple (অ্যাপল) = আপেল
2.Breakfast (ব্রেকফাষ্ট) = নাস্তা
3.Bread ( ব্রেড) = (রুটি)
4.Barley (বার্লি) = যব
5.Butter (বাটার) = মাখন
6.Bun (বন) = বনরুটি
7.Boiled Rice (বয়েলড রাইস) = ভাত
8.Butter milk (বাটার মিল্ক) = ছানা
9.Beaten rice (বীটেন রাইস) = চিড়া
10.Biscuit (বিস্কুট) = বিস্কুট
11.Beef (বীফ) = গরুর গোশত
12.Curd (কার্ড) = দধি
13.Casein (কেজিন) = ছানা
14.Curry (কারি) = তরকারি
15.Chop (চপ) = বড়া
16.Cake (কেক) = পীঠা
17.Chocolate (চকোলেট) = চকলেট
18.Cutlet (কাটলেট) = মাংসের বড়া
19.Coffee (কফি) = কফি
20.Cheese (চিজ) = পনির
21.Cream (ক্রীম) = দুধের সর
22.Coarse flower (কোর্স ফ্লাওয়ার) = আটা
23.Dinner (ডিনার) = রাতের খাবার
24.Drink (ড্রিংক) = পানীয়
25.Egg (এগ) = ডিম
26.Food (ফুড) = খাদ্য
27.Fried Rice (ফ্রাইড রাইস) = মুড়ি
28.Fowl (ফাউল) = মুরগির মাংস
29.Flour (ফ্লাওয়ার) = ময়দা
30.Feast (ফিস্ট) = ভোজন
31.Fish (ফিস) = মাছ
32.Flesh (ফ্লেশ) = কাঁচা মাংস
33.Fry (ফ্রাই) = ভাজা
34.Fat (ফ্যাট) = চর্বি
35.Ghee (ঘি) = ঘি
36.Honey (হানি) = মধু
37.Hotch Potch (হচ পচ) = কিচুড়ি
38.Ice (আইসক্রীম) = কুলফি বরফ
39.Juice (জুইস) = রস
40.Jelly (জেলি) = চাটনি
41.Jam (জ্যাম) = মোরব্বা
42.Kurma (কুমা) = কোর্মা
43.Lunch (লাঞ্চ) = দুপুরের খাবার
44.Loaf (লোফ) = পাউরুটি
45.Milk (মিল্ক) = দুধ
46.Mutton (মাটন) = খাসির মাংস
47.Meat (মিট) = মাংস
48.Mustard Oil (মাস্টর্ডওয়েল) = সরিষার তৈল
49.Marmalade (মার্মালেড) = এক ধরনের জ্যাম
50.Oil (ওয়েল) = তেল
51.Posset (পজেট) = ছানা
52.Pistacio (পিস্তাসিও) = পেস্তা
53.Pungent (পানজান্ট্) = ঝাল
54.Pea (পী) = মটর
55.Pulse (পালস) = ডাল
56.Pie (পাই) = মাংসভরা পিঠা
57.Pillau (পিলাও) = পোলাও
58.Pudding (পুডিং) = পুডিং
59.Parched rice (পার্চড রাইস) = মুড়ি
60.Pickle (পিকল) = আচার
61.Tea (টি) = চা
62.Wine (ওয়াইন) = মদ
63.Yolk (ইওক) = ডিমের কুসুম
64.Sago (সেগো) = সাগু
(2)Fruits (ফ্রুইটস) = ফল সমূহ
1.Apple (অ্যাপেল) = আপেল
2.Berry (বেরি) = জাম
3.Banana (ব্যানানা) = কলা
4.Coconut (কোকোনাট) = নারিকেল
5.Date (ডেট) = খেজুর
6.Fruit (ফ্রুট) = ফল
7.Fig (ফিগ) = ডুমুর
8.Grape (গ্রেপ) = আঙ্গুল
9.Jack fruit (জ্যাকফ্রুট) = কাঁঠাল
10.Lemon (লেমন) = লেবু
11.Orange (অরেঞ্জ) = কমলা
12.O1ive (অলিভ) = জলপাই
13.Plum (প্লাম) = বরই
14.Pear (পিয়ার) = নাশপাতি
15.Palm (পাম) = তাল
16.Watermelon (ওয়াটারমেলন) = তরমুজ
17.Tamarind (টেমারিন্ড)তেঁতুল
18.Papa (পাপা) = পেঁপে
19.Guava (গোয়াভা) = পেয়ারা
20.Lichi (লিচি) = লিচু
21.Wood apple (উড অ্যাপল) = বেল
22.Ground nut (গ্রাউন্ড নাট) = চীনা বাদাম
23.Betel nut (বিটল নাট) = সুপারি
24.Hog plum (হগ প্লাম) = আমড়া
25.Acid fruit (এসিড ফ্রুট) = চালতা
26.Custard apple (কাস্টার্ড অ্যাপল) = আতা
27.Mango (ম্যাঙ্গো) = আম
Who needs to know more about these English
Especially those expatriates who live abroad need a little more for them like you think when you go to eat in a hotel then you will sit down to eat in your restaurant then if you can't speak Bengali there if you have to speak English then you must know the names of different food items If not here's a new product just for you!
এই ইংরেজি গুলো কাদের বেশি জানা প্রয়োজন
বিশেষ করে যারা বাহিরের দেশে থাকেন প্রবাসী যারা তাদের জন্য একটু বেশি প্রয়োজন হয় যেমন মনে করেন আপনি একটা হোটেলে খেতে গেলেন তখন আপনার রেস্টুরেন্টে খেতে বসবেন তখন সেখানে যদি বাংলায় কথা না বলা যায় যদি ইংলিশে কথা বলতে হয় তাহলে অবশ্যই খাদ্যের বিভিন্ন জিনিষ পত্রের নাম আপনাকে জানতে হবে না হলে আপনি প্রপারলি বলতে পারবেন না
গরুর মাংস ইংরেজি কি, দুপুরের খাবার ইংরেজিতে কী বলে, রাতের খাবার এর ইংরেজি কি, মুড়ি কে ইংরেজিতে কী বলে, বিভিন্ন মাংসের ইংরেজি নাম,ভাত ইংরেজি কি, লাল শাক এর ইংরেজি নাম,পুই শাক এর ইংরেজি কি, পালং শাক এর ইংরেজি কি, চিংড়ি মাছের ইংরেজি কি, বিভিন্ন মাছের ইংরেজি নাম, ইত্যাদি
What is beef English, what is lunch in English, what is dinner in English, what is mutton in English, what are the English names for different meats, what is rice in English, what is red in English, what is in English for pui, what is in English for spinach, What is the English of shrimp, English names of different fish, etc?
Comments
Post a Comment
Dear User Please do not enter any spam link in the comment box. Thanks