Skip to main content

Posts

Adjective Meaning in Bengali | Adjective Bangla Adjective ( বিশেষণ )

যে Word দ্বারা Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, পরিমান ও সংখ্যা বুঝায় তাকে Adjective বলে । যেমন : 1. She is a beautiful girl. 2. My Shirt is green. 3. You have three pens. 4. Belal is ill. Adjective এর প্রকারভেদ : Adjective চার প্রকার । যথা : 1.Adjective of quality ( গুনবাচক বিশেষণ ) 2.Adjective of quantity ( পরিমাণ বাচক বিশেষণ ) 3.Adjective of number ( সংখ্যা বাচক বিশেষণ ) 4.Pronominal Adjective ( সম্বন্ধ বাচক বিশেষণ ) Adjective of quality ( গুনবাচক বিশেষণ ) :  ---------------------------------------------------- যে সকল Adjective কোন ব্যক্তি বা বস্তুুর দোষ, গুণ ও অবস্থা প্রকাশ করে তাকে Adjective of quality বলে । যেমন : beautiful, bad, good, ill ইত্যাদি । Adjective of quantity ( পরিমাণ বাচক বিশেষণ ) : ----------------------------------------------------------  যে Adjective দ্বারা কোন বস্তুুর পরিাণ বুঝায় তাকে Adjective of quantity বলে । যেমন : some, little, many, much, enough ইত্যাদি ।   Adjective of number ( সংখ্যা বাচক বিশেষণ ) :  --------------------------------------------------

Verb Kake Bole | Verb ( ক্রিয়া) Meaning in Bengali

Verb List with Bangla meaning verb list verb forms verb examples verb classification verb koto prokar verb meaning in Bengali Verb Kake Bole Verb ( ক্রিয়া)   Verb Kake Bole যে শব্দ দ্বারা কোন প্রকার কাজ করা/হওয়া বুঝায় তাকেই Verb বলে। যেমন, go, eat, sleep, buy, sell, walk, run, see, play, write, give etc. 1. Finite Verb (সমাপিকা ক্রিয়া) : যে সব Verb দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তাকে Finite Verb বলে। Example : I go to school. Kamal plays football. Finite Verb এর বৈশিষ্ট্য : - Sentence এর অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়। - বক্তার বক্তব্য পূর্ণাঙ্গররূপে ব্যক্ত করে। - Subject এর Person, Number, Tense অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। Finite এর প্রকারভেদ : Finite Verb দুই প্রকার। যথা : a. Principal Verb (প্রধান ক্রিয়া) : যে Verb নিজেই স্বাধীনভাবে অন্য Verb এর সাহায্য ছাড়াই ক্রিয়া সম্পাদন করে তাকে Principal Verb বলে। Example : You go They play in the field. Principal Verb এর প্রকারভেদ : Principal Verb দুই প্রকার। যথা : I. Transitive Verb (সকর্মক ক্রিয়া) : যে সমস্ত Verb এর Obje

Adverb Meaning in Bengali | Adverb Kake Bole

Adverb Examples Adverb Kake Bole adverb Examples Sentences Adverb Meaning in Bengali Adverb Words Adverb Kake Bole Adverb একটি part of speech যা একটি verb, adjective অথবা অন্য একটি adverb কে বর্ণনা করে। এটি কখন? /কোথায়? / কিভাবে? / কি উপায়ে? / এবং কি পরিমাণে? এই প্রশ্নগুলোর উত্তর দেয়। Example: The girl speaks fluently in English. এখানে “fluently” বর্ণনা করছে “the girl” কিভাবে English এ কথা বলছে । তাই এটি একটি  adverb. The tea is very hot. এখানে “very “ বর্ণনা করছে চা কতটা গরম । তাই এটি একটি  adverb. The boy is running so fast. এখানে “so” বর্ণনা করছে ছেলেটি কত দ্রুত দৌড়াচ্ছে এবং “fast” বর্ণনা করছে ছেলেটি কিভাবে দৌড়াচ্ছে । উভয়েই adverb, “so” modify করছে আরেকটি adverb “fast” কে এবং “fast” modify করছে একটি verb “run” কে । Function (ব্যবহার) এর উপর ভিত্তি করে adverb-কে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। ------------------------- Simple or Independent Adverbs. Interrogative Adverbs. Relative Adverbs. 1.Simple or Independent Adverb- আট ভাগে ভাগ করা যায়। Adverbs of Place. (where) Adverbs of Time. (

Preposition Rules in Bangla | Preposition Meaning in Bengali

Preposition meaning, rules, definition, examples, exercise in Bangla (Bengali) Preposition kake bole Bangla Preposition হল এমন শব্দ যা কোন noun, pronoun বা noun phrase-এর আগে বসে তার সাথে বাক্যস্থিত ‍অন্য শব্দের সম্পর্ক্ প্রকাশ করে। Preposition koi prokar Preposition ছয় প্রকার -------------------- 1. Simple Preposition 2. Double Preposition 3. Compound Preposition 4. Phrase Preposition 5. Participle Preposition 6. Disguised Preposition 1. Simple Preposition: -----------------------  এই ধরনের preposition গুলো মুলত একটি শব্দ। Example: At, by, with, of, off, from, through, after etc. 2. Double Preposition: ---------------------  এই ধরনের preposition গুলো দুটি ভিন্ন preposition এর সমষ্টি, কিন্তু তারা একটি Preposition এর কাজ করে। (preposition+preposition=double preposition) Example:  The machine is out of order. The cow lives upon grass. We lowered the boat into the sea. 3. Compound Preposition: ------------------------  কোন noun, adjective বা adverb ‍আগে কোন simple preposition যুক্ত হয়ে যে

Conjunction Kake Bole | Conjunction Meaning in Bengali

Conjunction ( সংযোজন অব্যয় ) meaning in Bengali conjunction definition examples Conjunction Kake Bole যে Word দুটি  শব্দ, বাক্য বা বাক্যংশকে যুক্ত করে তাকে Conjunction বলে  । যেমন : Mr Jamal is poor but honest. Rasel and Radi are two brothers.  Asma and Alima are two sisters. I shall wait here until you come back. Do or die. Rana or Rony is guilty. Note :এখানে but. and, until এবং or হল Conjunction. এগুলো দুটি বাক্য এবং বাক্যাংশকে যুক্ত করেছে । Conjunction এর প্রকারভেদ : Conjunction তিন প্রকার । 1. Coordinating Conjunction. 2. Subordinating Conjunction. 3. Correlative Conjunction. Coordinating conjunction: ------------------------------ যে conjunction একইরকম ব্যাকরণগত কাঠামো সম্পন্ন words, phrases or clauses যুক্ত করে তাকে coordinating conjunction বলে । একে coordinator ও বলা হয় । and, or, but, nor, for, yet, so, etc. Examples: I will buy a pen and a book. (Joining two words) You can find him in the library or in the classroom. (Joining two phrases) She is poor, yet she is happy. (Joinin

Interjection Kake Bole | Interjection Meaning in Bengali

interjection definition and examples Interjection Meaning in Bengali Interjection ( আবেগসূচক অব্যয় ) interjection Kake Bole যে Word দ্বারা দুঃখ, আনন্দ, ঘৃণা, ভয় প্রভৃতি মনের আবেগ প্রকাশ করে তাকে Interjection বলে । যেমন :  Alas ! The man is dead. Hurrah ! We have won the match. Oh ! you tell a lie. Hush ! The baby is sleeping.   Interjections for Greeting: --------------------------- যে interjection কাউকে সম্বোধন করে ঐ ব্যক্তির প্রতি সৌহার্দের অনুভূতি বোঝাতে ব্যবহৃত হয় তাকে interjection for greeting বলে । Hi!, Hello!, Hey!, etc. are some interjections for greeting. Examples: Hi! How are you doing? Hello! I am Sohana. Hey! I am just kidding. Interjections for Joy: --------------------------- যে interjection হঠাৎ ঘটে যাওয়া কোনো আনন্দের ঘটনার কারণে আনন্দ বা সুখ বোঝাতে ব্যবহৃত হয় তাকে interjection for joy বলে । Hurray!, Yippee!, Wow!, etc. are some interjections for joy. Examples: Hurray! Bangladesh has won the match. Wow! The movie was really awesome. Yippee! We are going on a vacation. In

Sentence (বাক্য) Kake Bole | বাক্য কাকে বলে

Sentence ( বাক্য ) দুই বা ততোধিক শব্দসমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলেই কেবল তাকে sentence বা বাক্য বলা যাবে। অন্যথায়, একাধিক শব্দ এক সাথে মিলিত হলেও যদি সম্পূর্ণ রূপে মনের ভাব বা কথা প্রকাশ না করে তাহলে তাকে বাক্য বলা যাবে না। একটি সম্পূর্ণ বাক্য গঠণের জন্য নির্বাচিত শব্দসমূহকে অবশ্যই একটি সঠিক ক্রম বজায় রেখে সাজাতে হবে। SENTENCE কত প্রকার ও কি কি? উ: অর্থভেদে sentence ৫ প্রকার । 1. Assertive sentence (বিবৃতিমূলক) 2. Introgative sentence (প্রশ্নবোধক) 3. Imperative sentenceর্ (অনুঙ্গা বাচক) 4. Optative sentence (প্রার্থনামূলক) 5. Exclamatory sentence (বিস্ময়সূচক) DEFINITION 01. Assertive sentence : -------------------------  যে sentence দ্বারা কোন বিবৃতি প্রদান করা হয় । Assertive sentence ২ প্রকার : i.Affirmative sentence: sub.+verb+extension She is well today ii. Negative sentence: sub.+verb+not+extension She is not well today 02.Interrogative sentence :  ----------------------------- যে sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় ।  Question word+auxiliary verb+

Popular posts from this blog

English Sekhar Sohoj Upay | ইংরেজি শেখার সহজ উপায় ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট

English a Kotha Bolar Abong Sekhar Sohoj Upay  ইংরেজি শেখার সহজ উপায় English Sekhar Sohoj Upay ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট ইংরেজি শেখার ওয়েব সাইট ইংরেজি শেখার সহজ উপায় | English Learning Web Site Easy way to learn English  আমরা কয়েকটা পাঠের মাধ্যমে সম্পন্ন ইংলিশ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এটা হবে আমাদের প্রথম পাঠ এবং অন্যান্য পাট গুলোর জন্য এখানে লিংক  দেওয়া হবে যাতে করে আপনারা খুব সহজেই সবগুলো পেজে যেতে পারেন এবং খুব সহজেই ইংলিশে শিখে নিতে পারেন। We will try to teach completed English through a few lessons Insha Allah And that will be our first lesson And for other jute links will be given here So that you can easily go to all the pages and learn English very easily . English Sekhar Sohoj Upay   Part1   Part2    Part3   Part4   Part5   Part6    Part7    Part8    Part9    Part10 Easy Way To Learn English From Beginner To Advanced level Bangla Website For Learning English ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট প্রাথমিক থেকে উন্নত স্তরে ইংরেজি শেখার সহজ উপায়  English Sekhar Sohoj U

Wh Question Rules in Bangla | Wh Question English to Bangla

Wh Question Rules in Bangla বিস্তারিতভাবে জানুন Wh Question  কি Wh Question কাকে বলে Wh Question  কয়টি ও কি কি Wh Question করার নিয়ম Wh Question করার সহজ উপায় Wh Question Rules and Example in Bangla Wh-Question কাকে বলে? উত্তরঃ ইংরেজী ভাষায় যে Question এর শুরুতে Wh-words (what, who, which, where, when, why, whose, whom, how) থাকে এবং যে Question এর  Answer কখনোই  ‘হ্যাঁ’ অথবা ‘না’  হয় না, তাকে Wh-Question বলে। Examples: 1.   What is your name? 2.   How are you? ইত্যাদি।  লক্ষ্য করুন: Wh- Questions তৈরি করার সময় Auxiliary Verbs: am, is, are, was, were, have, has, had, will, would, can, could, shall, should, may, might ইত্যাদি লাগবে। আর Auxiliary Verbs না থাকলে প্রদত্ত Statement/ Affirmative Sentence এর Tense ও Subject এর Number এবং Person অনুযায়ী do, did, does লাগে।   Tense না জানলে  তোমার দ্বারা ইংরেজীতে কোনো কিছু শুদ্ধভাবে পড়া / বলা / লিখা কখনোই সম্ভব নয়। লক্ষ্য করোঃ সব ক্ষেত্রে নিচে দাগ দেওয়া (Underlined) শব্দটি বাদ দিয়ে / হাত দিয়ে চাপে ধরে পড়লেই তমি বুঝতে পারবে Wh-words: what, wh

Ami English a Kotha Bolte Chai | আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই

English a kotha bolar sohoj upay ami English a kotha bolte chai ami English sikhte chai আমি ইংরেজিতে কথা বলা শিখতে চাই স্মুথলি  ইংরেজিতে কথা বলার জন্য প্রথমে কি করা দরকার ? যতটুকু সম্ভব ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কখনোই স্মুথলি ইংরেজিতে কথা বলা যাবে না এবং আপনার চিন্তা ভাবনা টা ইংলিশে করা উচিত যেমন আজকে কি করেছি কি করব কোথায় যাব এ ধরনের চিন্তা ভাবনা গুলো মানুষের মনে আসে আমরা হয়তো মনে মনে চিন্তা ভাবনা করে থাকে তবে চিন্তাভাবনাগুলোকে যদি আমরা বাংলাতে না করে ইংরেজিতে করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে ইংলিশে কথা বলার জন্য এইখানে যে ইংরেজি গুলো আপনারা শিখবেন অবশ্যই তার বাস্তবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন প্রথম ইংলিশে দেয়া হলো তার পর ইংলিশের বংলায় উচ্চারণ দেয়া হলো এবং তারপর তার মানে কি সেটা বাংলায় দেয়া হলো খুব সহজে ইংলিশ শেখার পদ্দতি  Part1    Part2   Part 3   Part4    Part5    Part6   Part7    Part8   Part9 ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় শব্দ English To Bangla Rely → (রিলাই) = নির্ভর / ভরসা / বিশ্বাস করা Rely on me. → (রিলাই অন মি) = আমার উপর নির্ভর